শনশন করে বইছে হাওয়া, সঙ্গে বৃষ্টি, শীত নিয়ে আরও কী জানাল আবহাওয়া দফতর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কোথাও ভারী বৃষ্টি, কোথাও শিলা বৃষ্টি , কোথাও আবার তুষারপাত, ফের উইকএন্ডে হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস ...
advertisement
1/6

আবহাওয়া দফতরের জারি করা পূর্বাভাস মিলে গিয়ে ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার শেষ রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি ৷ কখনও টিপটিপ করে পরলেও একধিকবার পর্যায়ক্রমে ভারি এক পশলা করে বৃষ্টিও হচ্ছে ৷ Photo- Representive
advertisement
2/6
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ায় রাজ্যে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা-মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার গোটা দিন ৷ Photo- Representive
advertisement
3/6
পশ্চিমের জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা শনিবার থেকে বৃষ্টি বাড়বে ৷ Photo- Representive
advertisement
4/6
শুক্রবার থেকে উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও সিকিমে তুষারপাতের পূর্বাভাসও জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে ৷ Photo- Representive
advertisement
5/6
এবারের শীতের ইনিংস দেরি করে শুরু হলেও লম্বা সময় ধরে সেটা চলছে ৷ আর এই বৃষ্টি থেমে গেল ফের একবার রবিবার থেকে গোটা বাংলায় জাঁকিয়ে শীত পড়বে ৷ Photo- Representive
advertisement
6/6
পাশাপাশি শীতকালে এভাবে লাগাতার বৃষ্টির জেরে বৃহস্পতিবারের থেকে শুক্রবার একধাক্কায় তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি নেমে যাবে কলকাতা সহ দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে ৷ Photo- Representive