TRENDING:

Rain: রাতের বৃষ্টিতে গরম কমল কলকাতায়, তাপপ্রবাহ নিয়ে বিরাট খবর! হাওয়া অফিসের বড় পূর্বাভাস

Last Updated:
Rain: আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই শনিবার রাতে বৃষ্টি হল কলকাতায়।
advertisement
1/7
বৃষ্টিতে গরম কমল কলকাতায়, তাপপ্রবাহ নিয়ে বিরাট খবর! হাওয়া অফিসের বড় পূর্বাভাস
অবশেষে গরম থেকে মিলল স্বস্তি। দীর্ঘদিনে তাপপ্রবাহের করাল আক্রমণ শেষে শনিবার মধ্যরাতের বৃষ্টিতে ঠান্ডা হল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ। রবিবার ও সোমবারও বৃষ্টির সম্ভাবনা আছে৷
advertisement
2/7
আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই শনিবার রাতে বৃষ্টি হল কলকাতায়। যদিও বৃষ্টির পরিমান তেমন বেশি না হলেও তাপমাত্রা কমায় আনন্দিত শহরবাসী।
advertisement
3/7
একফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখি হয়ে বসেছিল বাংলার মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাসে আশায় বুক বেঁধেছিলেন শহরের মানুষ। শনিবার রাত ১০টার পর দক্ষিণ কলকাতার একাধিক অংশে বৃষ্টিও শুরু হয়। যদিও ঝেঁপে বৃষ্টি হয়নি কোথাও। ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হয় শহরবাসীকে।
advertisement
4/7
উত্তর কলকাতার বিভিন্ন অংশেও বৃষ্টি হয়েছে। কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টিপাত হয়েছে। তবে, তাপমাত্রা কমার পেছনে অন্যতম কারণ ঝোড়ো হাওয়া বয়েছে কলকাতায়। ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছে শহর ও আশপাশের এলাকায়।
advertisement
5/7
কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও। তাপপ্রবাহে বিশ্বের দরবারে নাম উঠেছিল বাঁকুড়া জেলার। সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস, একদিকে তাপপ্রবাহ অন্যদিকে লু-তে অতিষ্ঠ হয়ে উঠেছিল বাঁকুড়া জেলা সহ বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তের মানুষজন।
advertisement
6/7
তবে হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে, শনিবার রাতেই বৃষ্টি হয়েছে বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে। সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতার সঙ্গে ঝড়ো হওয়া বইবে। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, এগরা, রামনগর বিস্তীর্ণ এলাকায় শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত চলছে বৃষ্টি। যার জেরেই ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষে।
advertisement
7/7
রবিবার থেকে গোটা রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তাপপ্রবাহ থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rain: রাতের বৃষ্টিতে গরম কমল কলকাতায়, তাপপ্রবাহ নিয়ে বিরাট খবর! হাওয়া অফিসের বড় পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল