Rail: শিয়ালদহ লাইনের নিত্যযাত্রীদের জন্য বিরাট খবর! সময় পাবেন মাত্র ৩০ সেকেন্ড, তার মধ্যেই যা করতে হবে...
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Rail: শিয়ালদহ ডিভিশনের বড় বড় স্টেশনে প্ল্যাটফর্মের জন্য শুক্রবার থেকে মোতায়েন হবে কমার্শিয়াল বিভাগের কর্মীরা।
advertisement
1/6

বড় খবর শিয়ালদহ দিয়ে যাতায়াত করা যাত্রীদের জন্য। শিয়ালদহ ডিভিশনে ট্রেন থেকে ওঠা-নামায় বরাদ্দ করা হল মাত্র ৩০ সেকেন্ড সময়। শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচল দেরিতে হচ্ছে। লেট রোগে সমস্যায় শিয়ালদহ ডিভিশনের ট্রেন অপারেশনস। তাই আজ থেকে বেঁধে দেওয়া হল ৩০ সেকেন্ড সময়।
advertisement
2/6
শিয়ালদহ ডিভিশনের বড় বড় স্টেশনে প্ল্যাটফর্মের জন্য শুক্রবার থেকে মোতায়েন হবে কমার্শিয়াল বিভাগের কর্মীরা। মোতায়েন করা হচ্ছে আরপিএফ। সঠিক সময়ে ট্রেন চালাতে ভরসা সেই মুম্বই মডেল।
advertisement
3/6
শিয়ালদহ ডিভিশনে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের সাহায্যের জন্য “May I Help you” লেখা বুথ খোলা হবে শিয়ালদহ, কলকাতা ও দমদম জংশনের মতো ব্যস্ত স্টেশনগুলিতে। থানা, হাসপাতাল, ফায়ার ব্রিগেড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ফোন নম্বর বুথগুলিত রাখা থাকবে।
advertisement
4/6
বারাসত, খড়দা, বালিগঞ্জ, ব্যারাকপুর, বনগাঁর মতো একাধিক জায়গায় মোতায়েন হবে আরপিএফ। ২৪টি দুর্বল লেভেল ক্রসিং চিহ্নিত করে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়ন করার কথা ভাবা হয়েছে।
advertisement
5/6
অতিরিক্ত ৫ টি টিকিট কাউন্টার খোলা হবে। শিয়ালদহ মেইন লাইনে ৪টি ও শিয়ালদহ দক্ষিণে ১টি কাউন্টার খোলা হবে। সেই কাউন্টারগুলি খোলার জন্য অতিরিক্ত বুকিং ক্লার্কও মোতায়েন করা হবে।
advertisement
6/6
শিয়ালদহ, বিধাননগর, দমদম, নৈহাটি, বালিগঞ্জ, সোনারপুর, কলকাতা, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, মাঝেরহাট, কৃষ্ণনগরের মতো স্টেশনে ট্রেন ইন্ডিকেশন বোর্ড ও প্যাসেঞ্জার অ্যাড্রেস ব্যবস্থা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। সব স্টেশনে ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল, থাকবে অগ্নি নির্বাপক যন্ত্র।