TRENDING:

World University Rankings: বিশ্বসেরা ইউনিভার্সিটির তালিকা প্রকাশ! কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং কত জানেন? চমকে যাবেন!

Last Updated:
Top Indian Universities in QS World University Rankings: মোট ৬১ শতাংশ ভারতীয় বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কে উঠে এসেছে। যেখানে ২৪ শতাংশ তাদের আগের স্থান ধরে রেখেছে। অন্যদিকে, ৯ শতাংশ র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছে এবং তিনটি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে নতুন এন্ট্রি করেছে।
advertisement
1/10
বিশ্বসেরা ইউনিভার্সিটির তালিকা প্রকাশ! কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের Rank কত
QS World University Ranking 2025 কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণ প্রকাশিত হল বুধবার সকালে। ৬১ শতাংশ ভারতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং উন্নত হয়েছে।
advertisement
2/10
ভারতের মধ্যে শীর্ষে রয়েছে IIT Bombay। বিশ্বে সেরা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT)। যেটি এই বছর ১৩ বারের জন্য ‘বিশ্বের সেরা ইনস্টিটিউট’-এর স্থান ধরে রেখেছে।
advertisement
3/10
এই বছর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে (IIT-B) ২০২৪-এর ১৪৯ থেকে ২০২৫ র‌্যাঙ্কিং-এ ১১৮-তে উঠে এসেছে। অর্থাৎ ৩১টি ধাপ উন্নতি হয়েছে সেটির।।
advertisement
4/10
গত বছরের মতো, আইআইটি বম্বের পর আইআইটি দিল্লি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) বেঙ্গালুরু ভারতে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। যেখানে আইআইটি দিল্লি ৪৭ তম র‌্যাঙ্কে (গত বছর ১৯৭ থেকে এবার ১৫০-এ) উঠেছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ২২৫ থেকে ২১১ উঠেছে।
advertisement
5/10
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর চতুর্থ স্থান অর্জন করেছে। ২৭১ থেকে এবার ২২২-এ চলে এসেছে বিশ্বের তালিকায়। এর পর আইআইটি মাদ্রাজ, তারপর আইআইটি কানপুর।
advertisement
6/10
দিল্লি ইউনিভার্সিটির (ডিইউ) উন্নতি সবচেয়ে বেশি। গত বছর যার Rank ছিল ৪০৭। এবার এই বছর ৩২৮-এ। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত বছরের নবম থেকে এবার সপ্তম স্থানে উন্নীত হয়েছে।
advertisement
7/10
শীর্ষ ২০-তে অন্যান্য বিশ্ববিদ্যালয় হল যথাক্রমে IIT-হায়দরাবাদ, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লি, মুম্বই বিশ্ববিদ্যালয়, আরও একাধিক নাম।
advertisement
8/10
তবে ২০-এর পরের তালিকায় জায়গা করে নিয়েছে কলকাতা শহরের দুই বিখ্যাত বিশ্ববিদ্যালয়। ভারতের তালিকায় ২১ এবং ২২ নং স্থান নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়।
advertisement
9/10
বিশ্বসেরার Rank-এর দিকে তাকালে দেখা যাবে, JU ২০২৪ সালে ৭৪১-৭৫০-তে ছিল। এবার হল ৭২১-৭৩০। কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা Rank-এ আগের বছর ছিল ৮০১-৮৫০, এই বছর হয়েছে ৭৫১-৭৬০।
advertisement
10/10
মোট ৬১ শতাংশ ভারতীয় বিশ্ববিদ্যালয় এই র‌্যাঙ্কে উঠে এসেছে। যেখানে ২৪ শতাংশ তাদের আগের স্থান ধরে রেখেছে। অন্যদিকে, ৯ শতাংশ র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছে এবং তিনটি বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে নতুন এন্ট্রি করেছে। ছবিগুলিতে দেওয়া হল Rank-গুলি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
World University Rankings: বিশ্বসেরা ইউনিভার্সিটির তালিকা প্রকাশ! কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং কত জানেন? চমকে যাবেন!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল