Primary Teacher: প্রমাণ নেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি শিক্ষকদের! প্রাথমিকে ৩২০০০ চাকরি বাতিল মামলায় জোর সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Primary Teacher: সোমবার এই মামলার শুনানিতে তিনি অভিযোগ করেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি শিক্ষকদের।
advertisement
1/5

প্রাথমিক ৩২০০০ চাকরি বাতিল মামলায় জোর সওয়াল করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/5
দুর্নীতি হয়েছে শুধু এই ধারণার ভিত্তিতে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে একক বেঞ্চ, কলকাতা হাইকোর্টে দাবি করলেন প্রাথমিক শিক্ষকদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/5
সোমবার এই মামলার শুনানিতে তিনি অভিযোগ করেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি শিক্ষকদের। এমনকি সাক্ষীদের যাচাই করার সুযোগও দেওয়া হয়নি। সব পক্ষকে সাক্ষ্যপ্রমাণ যাচাই করতে না দিয়েই একতরফা রায় দিয়েছেন একক বেঞ্চের বিচারপতি। এমনই দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/5
সিবিআই তদন্ত করে কী রিপোর্ট দিয়েছে সেই ব্যাপারেও কিছু জানানো হয়নি তাঁদের। এদিকে কোনও শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধেরও উল্লেখ করেনি সিবিআই। সন্দেহের ভিত্তিতে এতগুলি শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেয় একক বেঞ্চ। সওয়াল কল্যাণ বন্দোপাধ্যায়ের।
advertisement
5/5
এই মামলার পরবর্তী শুনানি ১ জুলাই।