TRENDING:

Primary Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়! রাজ্যের মন্ত্রীকে ডেকে পাঠাল ইডি! কোন মন্ত্রী জানেন? সঙ্গে যা আনতে বলা হল, কোনও বড় ইঙ্গিত?

Last Updated:
Primary Scam: ইডি সূত্রে খবর, ফের তাঁকে নোটিস পাঠিয়ে ৩১ জুলাই ডাকা হয়েছে।
advertisement
1/6
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়! রাজ্যের মন্ত্রীকে ডেকে পাঠাল ইডি!কোন মন্ত্রী?
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। ৩১ জুলাই ইডি দফতরে তলব করা হয়েছে চন্দ্রনাথ সিনহাকে।
advertisement
2/6
তার ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তির নথি নিয়ে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়েছে ইডির তরফে।
advertisement
3/6
গত শুক্রবার তাঁকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা এড়ান। সময় চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী। ইডি সূত্রে খবর, ফের তাঁকে নোটিস পাঠিয়ে ৩১ জুলাই ডাকা হয়েছে।
advertisement
4/6
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তখন তিনি ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাড়ি ঘিরে ফেলেছিলেন ইডি আধিকারিকরা। তখন মন্ত্রী বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের কাছ থেকে কিছু তথ্য জানতে চেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
advertisement
5/6
তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি, টাকা ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির দাবি, নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল, যার উৎস কোথায় তার কোনও উত্তর ছিল না মন্ত্রীর কাছে। এই তল্লাশির এক সপ্তাহের মধ্যে মন্ত্রীকে তলব করেছিল ইডি। তখন তিনি নিজে না এসে তাঁর এক প্রতিনিধিকে পাঠিয়েছিলেন।
advertisement
6/6
সেই প্রতিনিধির সামনেই মন্ত্রীর বাজেয়াপ্ত করা মোবাইল ফোন আনলক করেছিলেন ইডি আধিকারিকরা। এরপর অবশ্য চন্দ্রনাথ সিনহা হাজির হয়েছিলেন ইডি দফতরে। এবার ফের তাঁকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Primary Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়! রাজ্যের মন্ত্রীকে ডেকে পাঠাল ইডি! কোন মন্ত্রী জানেন? সঙ্গে যা আনতে বলা হল, কোনও বড় ইঙ্গিত?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল