TRENDING:

Sanjay Roy: সঞ্জয় মুখ খুলতেই বদলে গেল আয়োজন! প্রিজন ভ্যান নয়, আদালতে নিয়ে এল বিশেষ গাড়ি

Last Updated:
সঞ্জয় রায় মুখ খোলার পর অস্বস্তি বেড়েছে পুলিশের, সরাসরি প্রাক্তন নগরপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত৷
advertisement
1/7
সঞ্জয় মুখ খুলতেই বদলে গেল আয়োজন! প্রিজন ভ্যান নয়, আদালতে নিয়ে এল বিশেষ গাড়ি
পর পর দু দিন আদালত থেকে বের করার সময় মুখ খুলেছে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়৷ চাঞ্চল্যকর অভিযোগ করে দাবি করেছে তাঁকে ফাঁসানো হয়েছে৷
advertisement
2/7
সোমবার সাক্ষ্য গ্রহণ শুরুর দিন তো শিয়ালদহ আদালত থেকে বের করার সময় প্রিজন ভ্যান থেকে সরাসরি প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল এবং ডিসি ডিডি স্পেশ্যালের নাম করে তাকে ফাঁসানোর অভিযোগ করে৷
advertisement
3/7
পর পর দু দিন প্রিজন ভ্যান থেকে সঞ্জয় রায় মুখ খোলার পরই আজ, মঙ্গলবার শিয়ালদহ আদালতে পেশ করার সময় প্রিজন ভ্যানের বদলে বিশেষ গাড়িতে করে সঞ্জয়কে নিয়ে আসা হল৷
advertisement
4/7
প্রিজন ভ্যানের তুলনায় আকারে অনেক ছোট এই গাড়িটি চারপাশ দিয়ে কালো কাচ দিয়ে ঘেরা৷ তার উপর রয়েছে জালের আস্তরণ৷ ফলে ভিতর থেকে কেউ কিছু বললেও শোনা মুশকিল৷
advertisement
5/7
গাড়িটি আকারে ছোট হওয়ায় সেটি সরাসরি আদালতে প্রবেশের গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়৷ ফলে সংবাদমাধ্যমের পক্ষেও সঞ্জয়ের কাছাকাছি যাওয়া কঠিন হচ্ছে৷
advertisement
6/7
তবে এত কিছুর পরেও সঞ্জয়ের মুখ বন্ধ করা যায়নি৷ এ দিন আদালতে ঢোকার সময় সঞ্জয় রায়ও চিৎকার করে বলতে থাকে, 'আমার গাড়ি বদলে দেওয়া হয়েছে৷'
advertisement
7/7
আদালত সূত্রে খবর, আরজি কর মামলার সাক্ষ্য গ্রহণ এবং বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের এক নম্বর কোর্টে অন্যান্য সব মামলার শুনানি বেলা একটার মধ্যে শেষ করে ফেলার সিদ্ধান্ত হয়েছে৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Sanjay Roy: সঞ্জয় মুখ খুলতেই বদলে গেল আয়োজন! প্রিজন ভ্যান নয়, আদালতে নিয়ে এল বিশেষ গাড়ি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল