পিকের মেয়ের ব্যাগ থেকে '৫০০০ টাকা চুরি'! মদের আসরে 'কোপ', প্রাক্তন ফুটবলারের বাড়িতে তুলকালাম কাণ্ড
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
PK House Murder Case: হোলির পরদিনই সল্টলেকে সকাল সকাল শোরগোল। প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘটে যায় খুনের ঘটনা। যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
advertisement
1/7

হোলির পরদিনই সল্টলেকে সকাল সকাল শোরগোল। প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘটে যায় খুনের ঘটনা। যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।
advertisement
2/7
সূত্রের খবর, কেয়ারটেকার ও ড্রাইভারের মধ্যে তর্কবিতর্ক থেকেই প্রাক্তন ফুটবলারের বাড়িতে ঘটে গেল হাড়হিম ঘটনা। সূত্রের খবর, পিকে বন্দ্যোপাধ্যায়ের বড় মেয়ে পলার ৫ হাজার টাকা চুরি হওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। ঠিক কী হয়েছিল দোলের দিন?
advertisement
3/7
জানা যায় ব্যাগ থেকে ৫০০০ টাকা চুরি যাওয়া নিয়ে পরিচারকের সতর্ক করেন পিকে বন্দ্যোপাধ্যায়ের বড় মেয়ে পলা। সব পরিচারকের উদ্দেশ্যেই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন '৫০০০টাকা চুরি হয়েছে, যে নিয়েছে ঠিক না এটা'।
advertisement
4/7
জানা যায়, প্রয়াত ফুটবলারের বাড়িতে বর্তমানে বাড়িতে পাঁচজন কাজ করেন, ১) বরুণ ঘোষ পিকে বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ড্রাইভার ছিলেন। গোপীনাথ মুহুরী (৪৮) barir কেয়ারটেকার। এরা দুজনেই এই বাড়িতেই থাকতেন। এছাড়া ছিলেন তিনজন মহিলা পরিচারিকা।
advertisement
5/7
শুক্রবার দোলের দিন একসঙ্গে মদ্যপান করতে বসেন, বাড়িতে থাকা দুজন। সূত্রের খবর, সেখানেই পুরনো কথা উঠে ঝামেলা তৈরি হয় বরুণ ও গোপীনাথের মধ্যে। মুহূর্তের বচসা পৌঁছয় রক্তারক্তিতে। এলোপাথাড়ি ছুরি দিয়ে আঘাত চলে মুহুর্মুহু।
advertisement
6/7
এই বিষয়ে অভিযুক্ত বরুণ ঘোষের দাবি, "আমি ওই ঘরে যাই না। ওরাই যায় ওই ঘরে। আমি আগে মারিনি ছুরি নিয়ে আমার গলায় আঘাত করে গোপীনাথ আগে।" প্রসঙ্গত, বরুণ প্রয়াত ফুটবলারের বাড়ির ড্রাইভার। গোপী দীর্ঘদিন এই বাড়িতে ফাই-ফরমাস খাটত। গোপী প্রায় বছর ১৫ বছর পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাজ করতেন। বরুণ সেই তুলনায় নতুন। আট-দশ বছর এই বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করেন।
advertisement
7/7
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এদিকে হোলির পরদিনই প্রয়াত ফুটবলারের বাড়িতে ঘটে যাওয়া এই ভয়ঙ্কর ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মোতায়েন রয়েছে পিকের বাড়ির সামনে। আদালতে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্ত বরুণকে।