Howrah-Patna Vande Bharat Express: দুর্গাপুর-আসানসোল যেতে কত ভাড়া পড়বে পটনা-হাওড়া বন্দেভারতে? এক ঝলকে দেখে নিন গোটা ফেয়ার চার্ট
- Published by:Satabdi Adhikary
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এগজ়িকিউটিভ শ্রেণিতে ভাড়া ২,২০৫ টাকা। হাওড়া থেকে মোকামা চেয়ারকারে যেতে খরচ পড়বে ১,২৮০ টাকা। এগজ়িকিউটিভ শ্রেণিতে খরচ পড়বে ২,৩২৫ টাকা। হাওড়া থেকে পটনা সাহিব চেয়ারকারে ভাড়া ১,৪৩৫ টাকা। এগজ়িকিউটিভ ক্লাসে ভাড়া ২,৬৪৫ টাকা।
advertisement
1/6

রবিবার থেকে নতুন বন্দেভারত এক্সপ্রেস পাচ্ছে হাওড়া৷ শুরু হচ্ছে হাওড়া-পটনা বন্দেভারত এক্সপ্রেস৷ এই ট্রেনে চেপে হাওড়া থেকে পটনা পৌঁছতে সময় লাগবে মাত্র সাড়ে ছ’ঘণ্টা। চেয়ার কারে খরচ পড়বে ১,৪৫০ টাকা। আর ২,৬৭৫ টাকা খরচ পড়বে এগজ়িকিউটিভ ক্লাসে। পটনা থেকে হাওড়া পৌঁছতে চেয়ারকারে খরচ পড়বে ১,৫০৫ টাকা। এগজ়িকিউটিভ শ্রেণিতে ২,৭২৫ টাকা খরচ।
advertisement
2/6
হাওড়া থেকে পটনা যাতায়াতের পথে দুর্গাপুর, আসানসোল, জামতাড়া, জসিডি, লাকিসরাই, মোকামা, পটনা সাহিব স্টেশনে থামবে বন্দে ভারত। সকাল ৮টায় পটনা থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে দুপুর ২টো ৩৫ মিনিটে। আবার দুপুর ৩টে ৫০ মিনিটে হাওড়া থেকে বন্দে ভারত ছেড়ে পটনা পৌঁছবে রাত ১০টা ৪০ মিনিটে।
advertisement
3/6
হাওড়া থেকে দুর্গাপুরে চেয়ারকারে যাওয়ার খরচ ৬০০ টাকা। এগজ়িকিউটিভ শ্রেণিতে যাতায়াতের খরচ ১,১৪৫ টাকা। হাওড়া থেকে আসানসোলে চেয়ারকারে ৬৭০ টাকা, এগজ়িকিউটিভ শ্রেণিতে বসে যেতে হলে ১,২৮৫ টাকা খরচ পড়বে। হাওড়া থেকে জামতাড়ার ভাড়া ৭৪০ টাকা। এগজ়িকিউটিভ শ্রেণির ভাড়া ১,৪৩০ টাকা। হাওড়া থেকে জসিডির ভাড়া চেয়ারকারে ৮৬৫ টাকা, এগজ়িকিউটিভ শ্রেণিতে ১,৬৮০ টাকা। হাওড়া থেকে লাকিসরাই চেয়ারকারে ভাড়া ১,২২৫ টাকা।
advertisement
4/6
এগজ়িকিউটিভ শ্রেণিতে ভাড়া ২,২০৫ টাকা। হাওড়া থেকে মোকামা চেয়ারকারে যেতে খরচ পড়বে ১,২৮০ টাকা। এগজ়িকিউটিভ শ্রেণিতে খরচ পড়বে ২,৩২৫ টাকা। হাওড়া থেকে পটনা সাহিব চেয়ারকারে ভাড়া ১,৪৩৫ টাকা। এগজ়িকিউটিভ ক্লাসে ভাড়া ২,৬৪৫ টাকা।
advertisement
5/6
বন্দে ভারতে পটনা থেকে চেয়ারকারে পটনা সাহিব ৩৮০ টাকা, মোকামা ৫৫০ টাকা, লাকিসরাই ৫৯০ টাকা, জসিডি ৭৬৫ টাকা, জামতাড়া ৮৮০ টাকা, আসানসোল ৯৫৫ টাকা, দুর্গাপুরের ভাড়া ১,০১০ টাকা। এগজ়িকিউটিভ শ্রেণিতে পটনা থেকে পটনা সাহিব ৭০৫ টাকা, মোকামা ৯৮০ টাকা, লাকিসরাই ১,০৭০ টাকা, জসিডি ১,৪২০ টাকা, জামতাড়া ১,৬৫০ টাকা, আসানসোল ১,৭৯০ টাকা, দুর্গাপুরের ভাড়া ১,৯১৫ টাকা।
advertisement
6/6
দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র জানিয়েছেন, রাঁচি-হাওড়া বন্দে ভারত ট্রেনটি রাঁচি থেকে ছেড়ে মুড়ি, ঝালদা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর, ঘাটশিলা, ঝাড়গ্রাম এবং খড়গপুর হয়ে হাওড়া যাবে। অর্থাৎ বাংলার পুরুলিয়া, ঝাড়গ্রাম ও খড়্গপুরে থামছে এই ট্রেনটি।