উধাও মান-অভিমান, বৈশাখীর পদত্যাগপত্র ফেরালেন পার্থ
Last Updated:
পার্থর আশ্বাসে আস্থা বৈশাখীর
advertisement
1/6

চোখের জলে ইস্তফার কথা জানিয়েছিলেন। দায় চাপিয়েছিলেন শিক্ষামন্ত্রী ঘাড়ে। ৪৮ ঘণ্টার মধ্যেই অবশ্য সুর বদল। সেই পার্থর বাড়িতেই হাজির শোভনের বন্ধু বৈশাখী। গেলেন ইস্তফাপত্র দিতে। বেরিয়ে এসে জানালেন শিক্ষামন্ত্রী ইস্তফা গ্রহণ করেননি। আদতে যা করার কথাও নয়। বৈশাখী জানিয়েছেন, তদন্তের আশ্বাস দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাতে সন্তোষও প্রকাশ করেছেন বৈশাখী।
advertisement
2/6
শ্রাবণে ওঠা বৈশাখী ঝড়-বৃষ্টি উধাও। বুধবার যে শিক্ষামন্ত্রীর ঘাড়ে দায় চাপিয়ে পদত্যাগ করেছিলেন শোভনের বন্ধু বৈশাখী, শুক্রবার, সেই শিক্ষামন্ত্রীর বাড়িতেই পদত্যাগপত্র জমা দিতে গেলেন মিলি আল আমিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/6
এ দিন বারোটা নাগাদ শিক্ষামন্ত্রীর বাড়িতে যান কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বন্ধু বৈশাখী। এক ঘণ্টার উপর সেখানে ছিলেন। বুধবারই যে শিক্ষামন্ত্রীকে নিশানা করেছিলেন, এ দিন তাঁর প্রতিই আস্থা প্রকাশ করেন বৈশাখী।
advertisement
4/6
মিলি আল আমিন কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বলেন, পার্থ পদত্যাগপত্র নেননি। তদন্তের আশ্বাস দিয়েছেন। যে কদিন তদন্ত চলবে আমি কলেজ যাব না। পার্থদার উপর ভরসা রয়েছে। বিশ্বাস রয়েছে। তিনি সমস্যার সমাধান করতে পারবেন বলে আশা করছি ৷
advertisement
5/6
২ দিন আগে এই বৈশাখীই চোখের জলে ইস্তফার কথা ঘোষণা করেন। সেদিন যেন বৈশাখী ঝড়। একের পর এক অভিযোগ তোলেন। কখনও নিশানা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও আবার ইস্তফার দায় সরাসরি চাপান শিক্ষামন্ত্রীর ঘাড়ে।
advertisement
6/6
বুধবার, বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আচার্য তথা রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দেবেন। কিন্তু, বৃহস্পতিবার তাঁর সঙ্গে শিক্ষামন্ত্রীর ফোনে কথা হয়। শিক্ষামন্ত্রী তাঁকে বলেন, অভিযোগ থাকলে জানাতে। তারপরই এ দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যদিও স্বাভাবিকভাবেই বৈশাখীর ইস্তফাপত্র শিক্ষামন্ত্রী গ্রহণ করতে পারেন না। ইস্তফাপত্র দিতে হবে কলেজ পরিচালন সমিতিকে। তা অবশ্য করেননি বৈশাখী।