TRENDING:

জন্মদিনেই ট্যুইস্ট...! জেলে 'হ্যাপি বার্থডে' বলতে আসা অনুরাগীদের ফেরালেন পার্থ! জানালেন 'আসল' কারণ

Last Updated:
Partha Chatterjee: খাতায়-কলমে পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন ৬ অক্টোবর। প্রতি বছর অনেক অনুষ্ঠানও হয়। কেক, মিষ্টি, উপহার দেন অনুগামী থেকে কাছের মানুষরা।
advertisement
1/11
জন্মদিনেই ট্যুইস্ট...! জেলে 'হ্যাপি বার্থডে' বলতে আসা অনুরাগীদের ফেরালেন পার্থ!
গত বছরও ছবিটা ছিল অন্যরকম। সকাল থেকেই ছিল শুভেচ্ছার বন্যা। বাড়ির সামনে ক্রমশ বাড়তে দেখা গিয়েছিল কর্মী-সমর্থকদের ভিড়।
advertisement
2/11
গত বছরও ছবিটা ছিল অন্যরকম। সকাল থেকেই ছিল শুভেচ্ছার বন্যা। বাড়ির সামনে ক্রমশ বাড়তে দেখা গিয়েছিল কর্মী-সমর্থকদের ভিড়। বেলা বাড়তেই একের পর এক ছোট-বড় নেতারাও আসতে শুরু করেন সাক্ষাতে। আসে ফুল, মিষ্টি, হাসিমুখ শুভেচ্ছা।
advertisement
3/11
সেলেব থেকে শুরু করে অন্যান্যরাও এসে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভিড় করেন। বেহালার পার্টি অফিসে চলে কেক কেটে পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন উৎযাপন। এবছর এহেন হেভিওয়েট রাজনৈতিক নেতাই জেলের অন্ধকারে, একলা। দিনটা জন্মদিন।
advertisement
4/11
খাতায়-কলমে পার্থ চট্টোপাধ্যায়ের জন্মদিন ৬ অক্টোবর। প্রতি বছর অনেক অনুষ্ঠানও হয়। কেক, মিষ্টি, উপহার দেন অনুগামী থেকে কাছের মানুষরা। এখন সেসব অতীত। জেলের ছোট্ট কুঠুরিতে এবছরটা একা একাই কাটল পার্থের।
advertisement
5/11
ফি বছর এই দিনটায় নাকতলার বাড়িতে লম্বা লাইন পড়ত। উপহারের ডালি, শুভানুধ্যায়ীদের ভিড় উপচে পড়ত। এই বছর শুধুই নীরবতা প্রবীণ রাজনীতিবিদের জীবনে।
advertisement
6/11
নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। মন্ত্রিত্ব হারিয়েছেন। দলের সব পদ থেকে সরানো হয়েছে তাঁকে। প্রেসিডেন্সি সংশোধনাগারের সেলে একাই শুয়ে বসে দিন কেটেছে বৃহস্পতিবার।
advertisement
7/11
বেলা গড়াতে কিছু শুভানুধ্য়ায়ী অবশ্য জেলে পৌঁছেছিলেন। কিন্তু তারপরই টুইস্ট। তিনি সেই শুভানুধ্যয়ীদের জানান, আজ তাঁর জন্মদিন শুধুমাত্র খাতায়-কলমে। আদতে তাঁর জন্মদিন আজ নয়। তাঁর মা আজকের জন্মদিন মানতেন না। তাই তিনি আজ জন্মদিন পালন করেন না।
advertisement
8/11
ষষ্ঠীর দিন প্রেসিডেন্সি সংশোধনাগারে আইজি কারা বন্দিদের দুর্গাপুজোর উদ্বোধন করেন। সূত্রের দাবি, সেই উদ্বোধনে থাকার জন্য আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জেল কর্তৃপক্ষের তরফে অনুমতি মেলেনি বলেই সূত্রের খবর। বরং তাঁকে পুজোর কয়েকটাদিন সেলেই বেশি সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়।
advertisement
9/11
ফলে পার্থ চট্টোপাধ্যায় কিছুটা ক্ষুব্ধ হন এবং জেলের মধ্যে নিজের সেলেই ছিলেন। সপ্তমীর দিন জেল কর্তৃপক্ষ পার্থ চট্টোপাধ্যায়কে অনুরোধ করেন প্রতিমা দর্শনের জন্য। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তাতে রাজি হননি বলেও সংশোধনাগার সূত্রে খবর।
advertisement
10/11
.সূত্রের খবর, অষ্টমীর দিন সকালে পার্থ চট্টোপাধ্যায় জেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি প্রতিমা দর্শন করবেন এবং অঞ্জলি দেবেন। সেইমত জেল কর্তৃপক্ষ বন্দিদের ক্লাব থেকে সব বন্দিদের সরিয়ে ফাঁকা করে দেওয়া হয়। এরপর শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে একা ওই ক্লাবে নিয়ে গিয়ে প্রতিমা দর্শন করানো হয় বলেও সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে। একইভাবে নবমীতেও প্রতিমা দর্শনে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী।
advertisement
11/11
সূত্রের খবর, নবমীর দিনও পার্থ চট্টোপাধ্যায় বিকেলের দিকে প্রতিমা দর্শন করতে চান। সেইমত বন্দিদের ক্লাব ফাঁকা করে দিয়ে তাঁকে নিয়ে গিয়ে প্রতিমা দর্শন করানো হয়। তবে দশমীর দিন তিনি নিজের সেলেই ছিলেন বলে সূত্রের খবর। কোথাও বের হননি। সেলে বই পড়েই দিন কেটেছে পার্থর। জন্মদিনেও সেই একান্ত একাকীত্বেই রইলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
জন্মদিনেই ট্যুইস্ট...! জেলে 'হ্যাপি বার্থডে' বলতে আসা অনুরাগীদের ফেরালেন পার্থ! জানালেন 'আসল' কারণ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল