Partha-Arpita: আদালতের বাইরে দেখা! অর্পিতার পাশে এসে পার্থ যা বললেন, শুনে চমকে গেল সকলেই! কী এমন বললেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Partha-Arpita: আইনজীবীদের সঙ্গে কথা বলেন মামলা সংক্রান্ত। মামলা নিয়ে কথা বলতে গিয়ে দুজনেও কথা বলেন।
advertisement
1/6

নিয়োগ দুর্নীতি মামলায় গত নভেম্বরেই জামিনে ছাড়া পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় নিজে এখনও জেলবন্দী। মঙ্গলবার থেকে কলকাতার বিচার ভবনে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় বিচার শুরু হয়েছে।
advertisement
2/6
সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার আদালতে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তখন আদালতে উপস্থিত ছিলেন অর্পিতাও। এদিন দুজনের সামনাসামনি দেখা হতেই কথাও হল পার্থ-অর্পিতার। আদালত কক্ষ থেকে বেরিয়ে পাশাপাশি পার্থ অর্পিতা দাঁড়ান দু’জন।
advertisement
3/6
আইনজীবীদের সঙ্গে কথা বলেন মামলা সংক্রান্ত। মামলা নিয়ে কথা বলতে গিয়ে দুজনেও কথা বলেন। যাওয়ার আগে পার্থ অর্পিতাকে বলেন, 'আসি, তুমি ভাল থেকো।' তার আগে কয়েকজনের সঙ্গে মিনিট দশেক দাঁড়িয়ে মামলা কোন পথে এগোচ্ছে, কী হবে এই সব কথা বলেন।
advertisement
4/6
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষীদের বয়ান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার ওই তালিকায় থাকা প্রথম সাক্ষী বয়ান দেন আদালতে। রুদ্ধদ্বার এজলাসে বয়ান নথিবদ্ধ করা হয়। বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ। পার্থ ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর সাক্ষ্য দেওয়ার কথা ছিল। আদালতে উপস্থিত ছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়।
advertisement
5/6
আদালত কক্ষ থেকে বেরনোর সময় মামলা সংক্রান্ত খোঁজখবর নিতে আইনজীবীর সঙ্গে কথা বলতে দাঁড়ান। প্রায় মিনিট দশেক কথা হয়। সেই সময় অর্পিতাও চলে আসেন। পাশাপাশি দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলেন দুজনে। আদালত ছেড়ে বেরনোর সময় পার্থ অর্পিতাকে বলেন, “আসি, ভালো থেকো।”
advertisement
6/6
গত মঙ্গলবারও আদালত কক্ষের বাইরে দেখা হয় পার্থ ও অর্পিতার। চোখাচোখি হয় দুজনের। মুখে হাসি ছিল পার্থর। পালটা সলজ্জ হাসি অর্পিতারও। ওইদিন আদালতের বাইরে বিচারপর্ব সংক্রান্ত বিষয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিচারব্যবস্থার উপর ভরসা আছে। সত্য একদিন সামনে আসবে।” আর এদিন সরাসরি অর্পিতার সঙ্গেও কথা বলেন পার্থ।