Panagarh Accident Case: 'নেশা করে আমার মেয়েকে...' আরও ভয়ঙ্কর অভিযোগ তুলে এবার আদালতে পানাগড় কাণ্ডের সুতন্দ্রার মা! গ্রেফতার তাঁরই গাড়ির চালক
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Panagarh Accident Case: ইভটিজিংয়ের শিকার হয়েছেন সুতন্দ্রা, এবার ফের এমনই অভিযোগ পরিবারের।
advertisement
1/7

উপযুক্ত তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পানাগড় কাণ্ডে মৃত তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। ইচ্ছাকৃতভাবে খুনের অভিযোগ পরিবারের।
advertisement
2/7
ইভটিজিংয়ের শিকার হয়েছেন সুতন্দ্রা, এবার ফের এমনই অভিযোগ পরিবারের। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে সুতন্দ্রাকে মারা হয়েছে বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন তনুশ্রীদেবী। মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন বিচারপতি।
advertisement
3/7
গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি উল্টে হুগলির নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় তাঁর গাড়ি চালক রাজদেও শর্মাকেও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তাঁকে চন্দননগর থেকে গ্রেফতার করে কাঁকসায় নিয়ে যাওয়া হয়।
advertisement
4/7
রাজদেওর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ নম্বর (বেপরোয়া গাড়ি চালানো), ১২৫(এ), ১০৫ (অনিচ্ছাকৃত খুনের অভিযোগ), ৩২৪(২) ক্ষতি করা ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
5/7
গত ২৪ ফেব্রুয়ারি গাড়ি নিয়ে গয়ায় অনুষ্ঠান করতে যাচ্ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় তাঁর গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার। তাঁর গাড়ি চালক রাজদেও প্রথমে দাবি করেছিলেন, একটি সাদা এসইউভি ধাওয়া করেছিল সুতন্দ্রাদের। ইভটিজিংও করা হয় এই নৃত্যশিল্পীকে। তাঁকে বাঁচানোর জন্য গাড়ি ছোটান তিনি। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।
advertisement
6/7
গত শুক্রবার তিনি নতুন করে দাবি করেন, সুতন্দ্রার কথাতেই তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে এসইউভিকে ধাওয়া করেছিলেন। একইসঙ্গে তাঁর দাবি ছিল, কোনও ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি। তাঁর এই বয়ানে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে কেন আগে অন্যরকম বয়ান দিয়েছিলেন রাজদেও, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। তনুশ্রী দাবি করেছিলেন, ‘কেন সুতন্দ্রার গাড়ি চালক বয়ান বদল করল, তা পুলিশের খতিয়ে দেখা উচিত।’
advertisement
7/7
ইতিমধ্যেই সাদা এসইউভির চালক বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ। রাজদেওয়ের গ্রেফতারি এই ঘটনায় নতুন মোড় এনে দিতে পারে, মনে করছেন তদন্তকারীরা। এরই মধ্যে এবার সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের।