Kolkata Metro: আর খুলবে না উল্টো দিকের দরজা! চালকের মূত্রত্যাগের পরই কলকাতা মেট্রোয় বিরাট বদল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢোকার আগে ক্যাবের দরজা বিপরীত দিকে খুলে প্রাকৃতিক কাজ সেরেছিলেন চালক। এই ঘটনা নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের।
advertisement
1/5

প্ল্যাটফর্মের বিপরীত দিকে আর খুলবে না মেট্রোর স্বয়ংক্রিয় দরজা। একই নিয়ম প্রযোজ্য থাকবে মোটরম্যান ক্যাবেও।
advertisement
2/5
.সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢোকার আগে ক্যাবের দরজা বিপরীত দিকে খুলে প্রাকৃতিক কাজ সেরেছিলেন চালক। এই ঘটনা নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের।
advertisement
3/5
ড্রাইভারের কামরার মতোই ট্রেনের কোচের বাকি স্বয়ংক্রিয় দরজাও প্ল্যাটফর্মের বিপরীত দিকে আর খুলবে না। প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ও ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমে আনা হল বদল।
advertisement
4/5
প্ল্যাটফর্মের উল্টো দিক ভুরি ভুরি ভুল দিকে দরজা খোলার অভিযোগ রয়েছে কলকাতা মেট্রোয়।
advertisement
5/5
আপাতত মেধা কোচে এই ব্যবস্থা ট্রায়াল হল। বাকি এসি কোচেও শীঘ্রই এই ব্যবস্থা চালু হবে।