পুজোয় বন্ধ কার্নিভ্যাল-জলসা || জারি নো মাস্ক নো এন্ট্রি নীতি, বলছে ফোরাম
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
নিউ নর্মাল পুজোর বিধিনিষেধগুলি সাংবাদিক সম্মেলন করে জানান দিল ফোরাম ফর দুর্গোৎসব।
advertisement
1/6

ঠিক কেমন করে সামলানো হবে ভিড়, কী ভাবে সামাজিক বিধি মেনে পুজো করা হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশাসন সতর্ক করেছে পুজো কমিটিগুলিকে। এর মধ্যেই নিউ নর্মাল পুজোর বিধিনিষেধগুলি সাংবাদিক সম্মেলন করে জানান দিল ফোরা ফর দুর্গোৎসব।
advertisement
2/6
ফোরমের স্পষ্ট নির্দেশ, "পুজোয় নো মাস্ক নো এন্ট্রি নীতি নিতে হবে। কোনও ভাবেই কাউকে মাস্ক ছাড়া ঘুরতে দেওয়া যাবে না।"
advertisement
3/6
করা যাবে না জলসাও। এমনকি উদ্বোধনী অনুষ্ঠানেও কাঁচি চালাতে বলছে ফোরাম। প্রয়োজনে ডিজিটাল জলসা করা যেতে পারে, বলছে ফোরাম। ফাইল ফোটো।
advertisement
4/6
এ বছর চারদিন বরাদ্দ করা হয়েছে প্রতিমা বিসর্জনের জন্য। বলা হয়েছে ২৬-২৯ অক্টোবরের মধ্যে শারীরিক দূরত্ব বিধি বজায় রেখে বিসর্জনের কাজ সারতে হবে।
advertisement
5/6
বিসর্জনের আগে প্রতিবছর রেড রোডে যে শোভাযাত্রা হয়, তা আর এবার দেখা যাবে না। সংক্রমণ এড়াতেই কার্নিভ্যাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম।
advertisement
6/6
ঠাকুর দেখা যাবে তৃতীয়া থেকেই। ওই দিন থেকেই সমস্ত ব্যবস্থাপনা রাখবে কলকাতা পুলিশ।