TRENDING:

৬২৪ বছরের ইতিহাসে এবার-ই প্রথম, মাহেশের রথের চাকা গড়াল না, রীতি মেনে পুজো শুরু মন্দিরে

Last Updated:
করোনা পরিস্থিতিতে শ্রীরামপুরের মাহেশে এ বছর হচ্ছে না রথযাত্রা। চেনা রথযাত্রায় এবার অচেনা ছবি।
advertisement
1/6
৬২৪ বছরের ইতিহাসে এই প্রথম,মাহেশের রথের চাকা গড়াল না,রীতি মেনে পুজো শুরু মন্দিরে
৬২৪ বছরের ইতিহাসে এবার-ই প্রথম। করোনা পরিস্থিতিতে শ্রীরামপুরের মাহেশে এ বছর হচ্ছে না রথযাত্রা। চেনা রথযাত্রায় এবার অচেনা ছবি।
advertisement
2/6
করোনা আবহে রথযাত্রার জৌলুস উধাও। জমায়েতে নিষেধাজ্ঞা। এবার একলা রথ। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা।
advertisement
3/6
তবে নিয়ম মেনে হবে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের পুজো। মাহেশ ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে, পঁচিশজনের বেশি কেউ মন্দিরের ভিতরে ঢুকতে পারবে না।
advertisement
4/6
বিকাল সাড়ে তিনটেয় তিন বিগ্রহকে মন্দিরের চাতাল থেকে পাশেই অস্থায়ী মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে। বেলা চারটেয় নারায়ণশিলাকে রথের চারদিকে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে যাওয়া হবে মূল মাসিরবাড়ি।
advertisement
5/6
সকাল থেকেই অনেকে আসছেন। মুখে মাস্ক পড়ে, স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে রথের চাকায় মাথা ঠেকিয়ে প্রণাম সেরেছেন। মন্দির অবধি পৌছে গেছেন। ফলে সকাল থেকে মুল মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা।
advertisement
6/6
জগন্নাথ মন্দিরের মধ্যেই অস্থায়ী ভাবে তৈরি হয়েছে মাসির বাড়ি। মন্দিরের মধ্যে যে অস্থায়ী ভোগ ঘর রয়েছে তাতে রত্ন বেদী বানানো হয়েছে। আগামী ৮ দিন সেখানেই থাকবেন জগন্নাথ-বলরাম-সুভ্রদা। যাবতীয় পুজো আচার অনুষ্ঠান সেখানে থেকেই সম্পন্ন হবে। ফলে রথ যাত্রা উপলক্ষে যারা মন্দিরে পুজো দিতে আসতেন তাদের এখানেই পুজো দিতে হবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
৬২৪ বছরের ইতিহাসে এবার-ই প্রথম, মাহেশের রথের চাকা গড়াল না, রীতি মেনে পুজো শুরু মন্দিরে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল