Newtown: চারিদিকে কোটি টাকার ফ্ল্যাট, সেই নিউটাউনেই তরুণীর ভয়ঙ্কর খু*ন! নিউটাউনের মহিলাদের জন্য কী করা হল জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Newtown: নিউটাউনে আগত মহিলা অতিথিদের নিরাপত্তা এবং সুরক্ষাকে আরও সুনিশ্চিত করতে শহরের হোটেল-রেস্তোঁরা কারবারীদের ডেকে বৈঠক করল নিউটাউন থানার পুলিশ৷
advertisement
1/5

গৃহবধূ তরুণী খুনের রেশ কাটতে না কাটতেই, নিউটাউনে নারী নিরাপত্তায় জোর পুলিশের। দিনকয়েক আগে দিনেদুপুরে নিউ টাউনের জনবহুল গৌরাঙ্গনগরে একটি গেস্ট হাউসে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এক গৃহবধূ তরুণী খুন হয়েছিল।
advertisement
2/5
সেই ঘটনায় শহর জুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। যদিও, খুনী তরুণীর স্বামী বিশ্বজিৎ মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। নৃশংস সেই খুনের রেশ কাটতে না কাটতেই, শহরের নারী সুরক্ষায় আরও জোরদার করতে তৎপর বিধাননগর কমিশনারেট পুলিশ৷
advertisement
3/5
নিউটাউনে আগত মহিলা অতিথিদের নিরাপত্তা এবং সুরক্ষাকে আরও সুনিশ্চিত করতে শহরের হোটেল-রেস্তোঁরা কারবারীদের ডেকে বৈঠক করল নিউটাউন থানার পুলিশ৷
advertisement
4/5
মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউন থানায় পুলিশের ওই সচেতনতামূলক বৈঠকে শহরের একাধিক হোটেল ও রেস্তোঁরা কর্তৃপক্ষ যোগ দিয়েছিল৷
advertisement
5/5
সেই আলোচনা সভায় মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত করুণীয় বিষয় ও নিষেধাজ্ঞা সম্পর্কে হোটেল প্রতিনিধিদের বিশদে পাঠ দেন বিধাননগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার উৎসা শ্রীমাণি, নিউটাউন থানার আইসি সুদীপ্ত নস্কর প্রমুখ৷