Newtown Flats: নিউটাউনে গরীব-মধ্যবিত্তের জন্য একদম সস্তায় বিলাসবহুল ফ্ল্যাট! সরকারের বড় উদ্যোগ! উদ্বোধন মমতার, কারা পাবেন এই ফ্ল্যাট? কীভাবে পাবেন?
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Newtown Flats: মুখ্যমন্ত্রীর সংযোজন, ''জমির দাম নেওয়া হয়নি। এটা সরকার দিয়েছে। সাবসিডি দেওয়া হয়েছে। বাজারমূল্য থেকে অনেক কম দামে মিলবে ফ্ল্যাট। লটারির মাধ্যমে দেওয়া হবে এই সব ফ্ল্যাট।''
advertisement
1/7

নিউটাউনে সুজন্ন ও নিজন্ন আবাসন প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আবাসন ক্ষেত্রে বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। নিউটাউনে অর্থনৈতিকভাবে অনগ্রসর ও স্বল্পবিত্ত নাগরিকদের জন্য শুরু হচ্ছে দুটি বিশেষ আবাসন প্রকল্প— সুজন্ন ও নিজন্ন।
advertisement
2/7
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, ''আমরা চাই সবার আশ্রয় থাকুক, নিজের ঘর থাকুক। ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা খরচ হচ্ছে। বড় আবাসন প্রকল্প এটি। ৭ একর জমিতে ১২১০টি ফ্ল্যাট আছে। অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য জি প্লাস ১৪ তলা। সেটা নিজন্ন। আরেকটা সুজন্ন।''
advertisement
3/7
মুখ্যমন্ত্রীর সংযোজন, ''জমির দাম নেওয়া হয়নি। এটা সরকার দিয়েছে। সাবসিডি দেওয়া হয়েছে। বাজারমূল্য থেকে অনেক কম দামে মিলবে ফ্ল্যাট। লটারির মাধ্যমে দেওয়া হবে এই সব ফ্ল্যাট।''
advertisement
4/7
এই প্রকল্প মূলত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী ফ্ল্যাট সরবরাহের উদ্দেশ্যে তৈরি। আবাসনের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত পরিকাঠামো এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এই প্রকল্পের ফলে বহু মানুষ শহরে নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন।
advertisement
5/7
ফ্ল্যাটের ধরন ও মাপ: এই আবাসন প্রকল্পে রয়েছে মোট ৭ একর জমি জুড়ে বহুতল ভবন। এখানে থাকবে,নিজন্ন: ৩০০ স্কয়ার ফিটের ৪১০টি ১ বিএইচকে ফ্ল্যাট।সুজন্ন: ৬২০ স্কয়ার ফিটের ৭৩০টি ২ বিএইচকে ফ্ল্যাট।সাশ্রয়ী দামে এই ফ্ল্যাটগুলি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, যা এই প্রকল্পকে আরও জনপ্রিয় করে তুলবে।
advertisement
6/7
একই সঙ্গে মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন বিশ্ববাংলা কনভেনশন সেন্টার ও রূপার পাশের নবনির্মিত ভবনের সঙ্গে আধুনিক বহুতল পার্কিং কমপ্লেক্স সুসম্পন্ন। এই পার্কিং কমপ্লেক্সে থাকবে: ৮ তলা গাড়ি রাখার ব্যবস্থা, প্রায় ১৫০০ গাড়ির ধারণক্ষমতা, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা।
advertisement
7/7
নিউটাউনকে আধুনিক আবাসন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার যে পদক্ষেপ নিচ্ছে, এই প্রকল্প তার বড় প্রমাণ। কর্মসংস্থানের পাশাপাশি আবাসন সমস্যার সমাধানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাশ্রয়ী মূল্যে মানসম্মত ফ্ল্যাট প্রদান সরকারের অন্যতম লক্ষ্য, যা এই প্রকল্পে বাস্তবায়িত হয়েছে।