West Bengal Weather Update: আবারও নিম্নচাপের চোখ রাঙানি, শীতের কাঁপুনি ভুলে ফের বৃষ্টির ভোগান্তি?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রবিবারের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপামাত্রা ১৮ ডিগ্রির নীচে নামতে পারে (Winter)৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে (West Bengal Weather Update)৷
advertisement
1/6

শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা বাংলায়৷ আপাতত জাঁকিয়ে শীতের অপেক্ষা৷ কিন্তু শীতের আগমন বার্তার মধ্যেও বৃষ্টির ভ্রূকুটি যেন পিছু ছাড়ছে না রাজ্যবাসীর৷
advertisement
2/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের শেষ দিকেই দক্ষিণ আন্দামান সাগরের উপরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে৷ যা ক্রমশ শক্তিশালী হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওড়িশা উপকূলে পৌঁছবে৷
advertisement
3/6
এর প্রভাবে ডিসেম্বরের শুরুতেই ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে৷ এমন কি, ভরা শীতের মরশুমে ফের বৃষ্টির ভোগান্তিও হতে পারে৷ এই নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টির আশঙ্কা থাকছে৷
advertisement
4/6
এর প্রভাবে ডিসেম্বরের শুরুতেই ফের আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে৷ এমন কি, ভরা শীতের মরশুমে ফের বৃষ্টির ভোগান্তিও হতে পারে৷ এই নিম্নচাপের জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তুমুল বৃষ্টির আশঙ্কা থাকছে৷
advertisement
5/6
উত্তরবঙ্গের অনেক জায়গাতেই কুয়াশার দাপট শুরু হয়েছে৷ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা নিম্নমুখী৷ কিন্তু আজও দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে আগামিকাল থেকেই আকাশ পরিষ্কার হবে, তাপমাত্রাও কমবে৷
advertisement
6/6
এই মুহূর্তে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ পথে কোনও বাধা নেই৷ কিন্তু দক্ষিণ আন্দামান সাগরের উপরে নতুন করে নিম্নচাপ তৈরি হলে উত্তর বঙ্গোপসাগরের উপরে কী প্রভাব পড়ে, রাজ্যেও বৃষ্টির আশঙ্কা থাকবে কি না, তা জানতে নিম্নচাপটির গতিপ্রকৃতির উপরে নজর রাখছে আবহাওয়া দফতর৷