TRENDING:

New Corona: 'নতুন' করোনায় সবচেয়ে বড় বিপদ কী জানেন? কাদের থাকতে হবে সবচেয়ে সতর্ক! খুবই জরুরি তথ্য

Last Updated:
New Corona: করোনার নতুন উপরূপ জেএন.১ ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের নানা প্রান্তে এই উপরূপ নিয়ে নতুন করে চিন্তায় বিশেষজ্ঞেরা।
advertisement
1/6
নতুন করোনায় সবচেয়ে বড় বিপদ কী জানেন?কাদের থাকতে হবে বেশি সতর্ক!জানা খুবই জরুরি
নয়াদিল্লি: ফের আতঙ্ক বাড়ছে করোনার। করোনার নয়া উপপ্রজাতি JN.1-এর হঠাৎই বাড়তে শুরু করেছে দেশে। নতুন করে করোনায় আক্রান্ত হতে শুরু করেছে দেশবাসী।
advertisement
2/6
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ‍্যা ৬০০-রও বেশি। কীভাবে বাঁচবেন করোনার এই নতুন উপপ্রজাতির থাবা থেকে? এই সময় ঠিক কী করণীয়? কাদেরই বা বেশি বিপদ এই নতুন করোনায়?
advertisement
3/6
করোনার নতুন উপরূপ জেএন.১ ছড়িয়ে পড়ছে দ্রুত। বিশ্বের নানা প্রান্তে এই উপরূপ নিয়ে নতুন করে চিন্তায় বিশেষজ্ঞেরা। আমেরিকা, চিন, এমনকি ভারতেও জেএন.১ উদ্বেগ বাড়িয়েছে। শীতের মরসুমে আবার নতুন করে করোনা থাবা বসাতে পারে কি না, জেএন.১ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কি না, তা নিয়ে জল্পনা রয়েছে।
advertisement
4/6
এই পরিস্থিতিতে দিল্লি এমসের প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া করোনার নতুন এই উপরূপ নিয়ে মুখ খুললেন। জেএন.১-এর ধরন, সম্ভাবনা ইত্যাদি বিস্তারিত জানিয়েছেন তিনি।
advertisement
5/6
তিনি জানান, করোনার নতুন উপরূপ জেএন.১ অধিক সংক্রামক। দ্রুত এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। বহু মানুষ এতে আক্রান্ত হচ্ছেন। করোনার অন্যান্য উপরূপকে দমিয়ে ধীরে ধীরে প্রধান হয়ে উঠছে এই জেএন.১। আমেরিকা, ইউরোপের দেশগুলিতে বহু করোনা রোগীর শরীরে জেএন.১-এর উপস্থিতি মিলেছে।
advertisement
6/6
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক‍্যাল রিসার্চ (আইসিএমআর)-এর প্রাক্তন ডিজি ড: সৌম‍্যা স্বামীনাথন জানান, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ এই উপপ্রজাতি JN.1 আগের ভ‍্যারিয়ান্ট বেশি শক্তিশালী এমন কোনও তথ‍্য এখনও আমাদের হাতে আসেনি। এর থেকে নিউমোনিয়া আরও বাড়বে। সুতরাং কিছু সাধারণ সতর্কতার নিয়মগুলি মেনে চললেই হবে।’’
বাংলা খবর/ছবি/কলকাতা/
New Corona: 'নতুন' করোনায় সবচেয়ে বড় বিপদ কী জানেন? কাদের থাকতে হবে সবচেয়ে সতর্ক! খুবই জরুরি তথ্য
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল