Narada Case Hearing: আর কিছুক্ষণে নারদা শুনানি, কেমন আছেন ওঁরা?
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
শারীরিক ভাবে ঠিক কেমন আছেন ওঁরা, জানুন সর্বশেষ আপডেট।
advertisement
1/6

নারদা মামলার শুনানি আর কিছুক্ষণে। জেল হেফাজতেই রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্য়ায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়রা। কাটছে উৎকণ্ঠার প্রহর। আজ জেল না বেইল, এই নিয়েই আশা নিরাশার দোলাচল ওঁদের মনে। শারীরিক ভাবে ঠিক কেনন আছেন ওঁরা, জানুন সর্বশেষ আপডেট।
advertisement
2/6
মদন মিত্রর বুকের সিটিস্ক্যান করা হয় গতকালই। সিওপিডির সমস্যা তাঁর ছিলই। এর সঙ্গে কোভিডের ফলে তাঁর ফুসফুসের ক্ষত এখনও প্রকট।
advertisement
3/6
এদিকে মঙ্গলবারই জ্বর আসে ফিরহাদ হাকিমের। তিনি হাসপাতালে ভর্তি হতে রাজি হননি। সূত্রের খবর আজ সকাল থেকেই জ্বর ১০২-এর কাছাকাছি। পেটের ব্যথা আগের চেয়ে কম।
advertisement
4/6
ফিরহাদ হাকিমের আগে থেকেই ক্রনিক বাওয়েল সিন্ড্রোম রয়েছে। এদিন সকালে মেডিক্যাল ডায়েট দেওয়া হয়েছে তাঁকে। ব্রেকফাস্ট এসেছে বাড়ি থেকে। ছোট মেয়ে দেখাও করেছেন সকালে। কাল মানসিক ভাবে ভেঙে পড়লেও, আজ চাঙ্গা আছেন তিনি। বাড়ির লোকের মাধ্যমেই ফিরহাদ সমর্থকদের শান্ত থাকার বার্তা দিতে চান।
advertisement
5/6
আজ সকালে ইউএসজি হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। বুকের ব্যথাও রয়েছে। সুগারের মাত্রাও ওঠানামা করছে। তাঁর উদ্বেগ নিয়ে চিন্তায় রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়-সহ তাঁর অন্য শুভার্থীরা।
advertisement
6/6
সম্প্রতি চেস্ট এক্স রে হয়েছে। সুব্রত মুখোপাধ্যায়কে এখনও নেবুলাইজার নিতে হচ্ছে।