TRENDING:

ধেয়ে আসছে ফণী, রাজ্যে ৮ জেলায় সতর্কতা, যে ব্যবস্থা নিচ্ছে নবান্ন

Last Updated:
advertisement
1/7
ধেয়ে আসছে ফণী, রাজ্যে ৮ জেলায় সতর্কতা, যে ব্যবস্থা নিচ্ছে নবান্ন
ধেয়ে আসছে ফণী। প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রাজ্যের আট জেলায়। পরিস্থিতি নিয়ে সতর্ক নবান্ন। নবান্নে কন্ট্রোল রুম থেকে চব্বিশ ঘণ্টা নজরদারি। আগামিকাল বিভিন্ন দফতরের সঙ্গে জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের।
advertisement
2/7
মঙ্গলবারই ফণী নিয়ে রাজ্যের কাছে সতর্কতা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। এরপরই মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে জরুরি বৈঠক হয়। বিপর্যয় মোকাবিলা নিয়ে সতর্কতা জারি করা হয়। সতর্ক করা হয় আট জেলাকে। File Photo
advertisement
3/7
রাজ্যে ‘ফণী’ সতর্কতা - পরিস্থিতি নিয়ে নবান্ন থেকে নজরদারি বাড়ান হয়েছে - নবান্নের কন্ট্রোল রুম থেকে চব্বিশ ঘণ্টা নজরদারি রাখা হচ্ছে - নজরদারি রাখছে সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতর - যোগযোগ রাখা হচ্ছে আবহাওয়া দফতরের সঙ্গে - মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে - চাষের পরিস্থিতি নিয়ে সতর্ক কৃষি দফতরও - সমুদ্রে যাওয়া নিয়েও সতর্ক করা হয়েছে পর্যটকদের
advertisement
4/7
বৃহস্পতিবার দুপুরে পরিস্থিতি পর্যালোচনায় নবান্নে ফের বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচিব মলয় দে। উপস্থিত থাকবেন পুলিশ আধিকারিক, উপকূলরক্ষী বাহিনীর অধিকারিকরা। থাকবেন সেচ, কৃষি, বিপর্যয় মোকাবিলা সহ সংশ্লিষ্ট দফতরের সচিবরাও। ক্ষয়ক্ষতি এড়াতি কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। নবান্নের বৈঠক থেকেই জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট নেওয়া হবে। দেওয়া হবে শেষ মুহূর্তের নির্দেশও। ঝড়ের পরের পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। খোঁজ নেওয়া হবে দ্রুত ত্রাণ বিলি নিয়েও।
advertisement
5/7
কৃষি ক্ষেত্রে বিপুল ক্ষতি এড়াতে বিশেষে উদ্যোগও নিয়েছে কৃষি দফতর। এদিকে ওড়িশায় যেতে চাওয়া পর্যটকদের সতর্ক করছে পুলিশ। বাবুঘাটে দূরপাল্লার বাস ডিপো। এখান থেকেই ওড়িশায় যাওয়ার একাধিক বাস ছাড়ে। তাই মাইকিং করে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কার কথা জানাচ্ছেন পুলিশকর্মীরা। প্রতীকী ছবি ৷
advertisement
6/7
সতর্ক করা হচ্ছে উপকূলের জেলাগুলিতে যাওয়া পর্যটকদেরও। ছুটি কাটাতে অনেকেই দিঘায়। মাইকিং করে তাঁদের সমুদ্রে নামতেও নিষেধ করছে প্রশাসন। মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করে হয়েছে। তা মানা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কৃষি সহ-অধিকর্তা। প্রতীকী ছবি ৷
advertisement
7/7
শুক্রবার ওড়িশায় আছড়ে পড়তে পারে ফণী। তার আগে যতটা ক্ষয়ক্ষতি কমানো যায়, সেদিকেই নজর রাজ্য প্রশাসনের।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ধেয়ে আসছে ফণী, রাজ্যে ৮ জেলায় সতর্কতা, যে ব্যবস্থা নিচ্ছে নবান্ন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল