দুঃস্থ শিশু জন্য এগিয়ে এল মাই স্কাই ফাউন্ডেশন, নীল-তৃণা সহ আরও অনেকে বাড়ালেন সাহায্যের হাত
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সমাজ সেবামূলক কাজ করে চলেছে মাই স্কাই ফাউন্ডেশন৷
advertisement
1/5

করোনা কালে চাকরি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে৷ রোজগার নেই, ফলে সংসারে অভাব-অনটন বেড়েছে কয়েকগুণ৷ চলছে চরম লড়াই৷ খাবার নেই, মাথার উপর ছাদও হারিয়েছেন অনেকে৷ এসব দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল মাই স্কাই ফাউন্ডেশন৷
advertisement
2/5
ইতিমধ্যেই এই সংস্থার তরফে বেশ কয়েকটি জায়গায় বিনামূল্য খাবার, পোশাক বিলি হয়েছে৷ এবার গন্তব্য ছিল রাজারহাট নিউটাউন৷
advertisement
3/5
প্রায় ২০০ গরিব পরিবারের হাতে খাবার তুলে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে৷ এই উদ্যোগে সামিল ছিলেন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়৷ যুবনেতা মহম্মদ অফতাবুদ্দিন ও রাজারহাটের মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট পরভিন সবারা৷
advertisement
4/5
অভিনেতা নীল ভট্টাচার্য, তৃণা সাহা সহ বেশ কয়েকজন মিলে তৈরি হয়েছে মাই স্কাই ফাউন্ডেশন৷ দলে রয়েছেন তানিয়া দাস, পিঙ্কল নন্দী, একতা ভট্টাচার্য, আবির সাহা, সপ্তর্ষি বক্সি, বিকাশ সরকার, শশাঙ্ক সরকার, রাজু মজুমদার৷
advertisement
5/5
কখনও ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানো তো কখনও করোনায় গরিব মানুষের পাশে থাকা৷ এভাবেই সমাজ সেবামূলক কাজ করে চলেছে মাই স্কাই ফাউন্ডেশন৷