Remdesivir: এত টাকা নষ্ট! কলকাতার সরকারি হাসপাতালের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Remdesivir: প্রস্তুতের ছয় মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় রেমডেসেভির ইনজেকশনের। এই ইঞ্জেকশনগুলি প্রস্তুত হয়েছিল ১ এপ্রিল, ২০২১ তারিখে। (তথ্য: অভিজিৎ চন্দ)
advertisement
1/5

কলকাতা: ৮৫০ টি জীবনদায়ী করোনা চিকিৎসার বহুমল্যের রেমডেসেভির ইঞ্জেকশন মেয়াদ উত্তীর্ণ হয়ে নষ্ট হল। কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ঘটনা ।
advertisement
2/5
প্রস্তুতের ছয় মাসের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় এই ইনজেকশনের। এই ইঞ্জেকশনগুলি প্রস্তুত হয়েছিল ১ এপ্রিল, ২০২১ তারিখে। শম্ভুনাথ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল ইঞ্জেকশনগুলি পায় ৩০ জুন ২০২১-এ । মেয়াদ উত্তীর্ণ হয় ৩০ সেপ্টেম্বর ২০২১-এ ।
advertisement
3/5
রেমডেসেভির এক একটি ইঞ্জেকশন ন্যূনতম ২২০০০ থেকে ২৮০০০ টাকা দিয়ে কিনতে হয় স্বাস্থ্য দফতরকে । সেই অনুযায়ী, ২০ লক্ষ টাকার ওপর ইঞ্জেকশন নষ্ট হল ।
advertisement
4/5
প্রশ্ন উঠেছে, যখন জুন মাসে করোনার দাপট অনেকটাই কম, তখন কী করে এই বহু মূল্যের ইনজেকশন শম্ভুনাথ পণ্ডিতের মতো হাসপাতালে পাঠানো হল, যেখানে করোনা রোগীর সংখ্যা অনেকটাই কম ছিল । এছাড়াও এই হাসপাতালে আরও তিনটি গুরুত্বপূর্ণ ওষুধ অব্যবহৃত হয়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ।
advertisement
5/5
ব্যাকটেরিয়া সংক্রমণ আটকানোর জন্য, অস্ত্রোপচারের পর বমি বন্ধ করার জন্য, যে কোন ধরনের সংক্রমণ এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এই রেমডেসেভির ইঞ্জেকশন।