IMD Monsoon Forecast: সাইক্লোনে বিধ্বস্ত রাজ্যে কি বর্ষার প্রবেশ হয়ে গেল? কলকাতায় বর্ষা শুরু ঠিক কত তারিখে? যা জানাল হাওয়া অফিস...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Monsoon Forecast in Kolkata: ঘূর্ণিঝড় রিমলের আঘাতে এখনও বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের একাধিক জেলায় এখনও ধ্বংসলীলার ক্ষত চাক্ষুষ করা যাচ্ছে। জেলার পর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে।
advertisement
1/12

ঘূর্ণিঝড় রিমলের আঘাতে এখনও বিধ্বস্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের একাধিক জেলায় এখনও ধ্বংসলীলার ক্ষত চাক্ষুষ করা যাচ্ছে। জেলার পর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট চলছে। স্বভাবতই প্রশ্ন জাগছে, তবে কি বর্ষা চলে এল রাজ্যে? (প্রতীকী ছবি)
advertisement
2/12
না এলে, কবেই বা বর্ষার প্রবেশ ঘটতে চলেছে এই বাংলায়? দেশের মৌসম ভবনের তরফে বিস্তারিত জানা গিয়েছে, কোন রাজ্যে বা কোন শহরে কবে নাগাদ থেকে বর্ষা শুরু হতে চলেছে। জেনে নিন বিশদে। (প্রতীকী ছবি)
advertisement
3/12
দেশের অনেক জায়গায় এখন তীব্র তাপপ্রবাহ চলছে। মৌসুমী বৃষ্টির আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। আইএমডি অনুসারে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী ৩১ মে কেরলে আঘাত হানতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
4/12
আবহাওয়া অফিস তার বুলেটিনে দাবি করেছে, ‘আবহাওয়ার একটি মডেল বলছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী ৩১ মে (৪ দিন এদিক-ওদিক হতে পারে) কেরলে প্রবেশ করতে পারে।’ দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার আগমন নিয়ে বলেছে সেই মডেলটি। (প্রতীকী ছবি)
advertisement
5/12
দিল্লিতে বর্ষার প্রবেশ কবে? আগামিকাল, অর্থাৎ ২৮ মে পর্যন্ত দেশের অনেক জায়গায় তীব্র তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দেশের রাজধানী, দিল্লি এই মূহূর্তে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। (প্রতীকী ছবি)
advertisement
6/12
আজ, ২৭ মে, দিল্লির মুঙ্গেশপুর এলাকায় ৪৮.৩ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এখনও অবধি, দিল্লিতে বর্ষা প্রবেশের সঙ্গে সম্পর্কিত কোনও সরকারি বিবৃতি প্রকাশিত হয়নি। তবে, কিছু রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে, ২৭ জুন থেকে বর্ষা প্রবেশ করবে দিল্লিতে। (প্রতীকী ছবি)
advertisement
7/12
মুম্বাইয়ে বর্ষার প্রবেশ কবে? আইএমডি কর্মকর্তা জানিয়েছেন, ১০ জুন থেকে মুম্বইয়ে মৌসুমী বৃষ্টিপাত শুরু হতে পারে। বর্ষা আন্দামানে প্রবেশ করে গিয়েছে এবং ১০-১১ জুনের মধ্যে মুম্বই পৌঁছবে। বর্ষা সাধারণত ১১ জুন মুম্বইতে প্রবেশ করে, তবে গত বছর, ঘূর্ণিঝড় বিপর্যের কারণে দু’সপ্তাহ দেরি হয়েছিল। (প্রতীকী ছবি)
advertisement
8/12
বেঙ্গালুরুতে বর্ষার প্রবেশ কবে? আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, ১৩-১৪ জুন কর্ণাটকের রাজধানী শহরে বর্ষার আগমন হতে পারে। জুনের প্রথম সপ্তাহে সেই রাজ্যে বৃষ্টিপাত শুরু হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
9/12
আইএমডি বেঙ্গালুরুর আবহাওয়াবিদ সিএস পাটিল জানান, মৌসুমী বায়ু ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর অগ্রসর হয়েছে এবং ১-২ জুনের মধ্যে কেরল উপকূলে পৌঁছতে পারে। এর পর ৬-৭ জুনের মধ্যে কর্ণাটক উপকূলে পৌঁছতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
10/12
পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ কবে? গতকাল ঘূর্ণিঝড় আঘাত হানার পর পশ্চিমবঙ্গ এখনও বিপর্যন্ত। ঘূর্ণিঝড় রিমল মোকাবিলায় ব্যস্ত রাজ্য। পূর্বাভাস বলছে, পশ্চিমবঙ্গে ১০-২৯ জুনের মধ্যে বর্ষার আগমন হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
11/12
এখানে বর্ষার আগমনের কথা বলতে গিয়ে, আলিপুর আবহাওয়া দফতরের প্রধান একটি সাক্ষাৎকারে বলেছেন, “এখনও পর্যন্ত পূর্বাভাস স্বাভাবিক। কেরল এবং আন্দামানে বর্ষার সূচনার পূর্বাভাস এখনও স্বাভাবিক আছে।’’ (প্রতীকী ছবি)
advertisement
12/12
‘‘যদিও কেরলে বর্ষাশুরুর সঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্পর্ক নেই, তাও আমরা দু’টির মধ্যে ১০ দিনের ব্যবধানের গণনা করি। কেরলে বর্ষা ঢুকলে তারপরেই আমরা বাংলায় বর্ষার আগমনের পূর্বাভাস দিতে পারি।’’ (প্রতীকী ছবি)