ওটুকু সবার ! করোনা রোগীকে বাসে এনে তুললেই মিলবে অক্সিজেন ! পাশে আছেন সৃজিত
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই নদীয়া, উত্তর ২৪ পরগোনার বিভিন্ন জায়গায় এই পরিষেবা চালু হয়েছে। অক্সিজেন সবার।
advertisement
1/5

দেশ শুধু নয়, রাজ্যেও করোনা পরিস্থিতি ভয়াবহ। এই সময় গোটা দেশের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনার দ্বিতীয় ঢেউতে মানুষের জীবন নাজেহাল। অক্সিজেন নেই। বেড নেই হাসপাতালে। চিকিৎসকরাও অসহায় বোধ করছেন। এই সময় সরকার তো তার মতো করে মানুষের জন্য কাজ করছে। তবে পিঁছিয়ে নেই সমাজের আরও অনেকেই। photo source facebook
advertisement
2/5
এগিয়ে এসেছেন টলিউডের অনেকেই। সৃজিত মুখোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। প্রতি মুহূর্তে তিনি শেয়ার করে চলেছেন করোনার নানা তথ্য। সেফ হোম খুলতেও এগিয়ে এসেছেন। o2কু সবার মানুষের সাহায্যে এবার অক্সিজেন বাস নিয়ে এল। photo source facebook
advertisement
3/5
রোগী করোনা আক্রান্ত। হাসপাতালে বেড নেই। অক্সিজেন দরকার পাশে আছে o2কু সবার বাস। অক্সিজেন পাওয়া যাবে এখানে। photo source facebook
advertisement
4/5
রোগীকে এই বাসে নিয়ে এসে সিটে বসিয়ে শুরু হবে অক্সিজেন দেওয়া। প্রাথমিক পর্যায়ের চিকিৎসা মেটাতে অনেকটাই সাহায্য করবে এই o2কু সবার বাস। photo source facebook
advertisement
5/5
ইতিমধ্যেই নদীয়া, উত্তর ২৪ পরগোনার বিভিন্ন জায়গায় এই পরিষেবা চালু হয়েছে। অক্সিজেন সবার। সৃজিত মুখোপাধ্যায় এই খবর তাঁর পোস্টে শেয়ার করেছেন। যাতে মানুষ এই মোবাইল সেফ হোমের পরিষেবা নিতে পারে। অসহায় রোগীদের পাশে দাঁড়াতে দিন রাত পরিশ্রম করে চলেছে তরুণ-তরুণীরা। photo source facebook