তিলোত্তমার পথে মার্সিডিজ বেঞ্জের রাজকীয় সফর
Last Updated:
তিলোত্তমার পথে মার্সিডিজ বেঞ্জের রাজকীয় সফর
advertisement
1/4

মার্সিডিজ গাড়ির ডিজাইন যে বিশ্বের যেকোনও লাক্সারি গাড়িকে টেক্কা দিতে পারে ৷ সেব্যাপারে কোনও দ্বিমত নেই ৷ ভারতের বিভিন্ন শহরে গ্রাহকদের জন্য বিশেষ ‘লাক্সারি ড্রাইভ’-এর ব্যবস্থা করেছে সংস্থা ৷ সম্প্রতি কলকাতায় মিলন মেলা প্রাঙ্গনে সেরকমই একটি লাক্সারি টেস্ট ড্রাইভের ব্যবস্থা করে মার্সিডিজ ৷ এবারের এই ‘লাক্সড্রাইভ’-এর মূল আকর্ষণ ছিল , গৌরি খানের বিশেষ ডিজাইন ৷ পাশাপাশি শেফ ঋতু ডালমিয়ার জিভে জল আনার মতো কিছু ‘ডেলিকাসিস’ ছিল এই ইভেন্টের অন্যতম ইউএসপি ৷
advertisement
2/4
মার্সিডিজের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রোল্যান্ড ফলজার বলেন, ‘‘ কলকাতা কিন্তু ধীরে ধীরে দেশের মধ্যে ‘লাক্সারি ডেস্টিনেশন’ হয়ে উঠছে ৷ গোটা পূর্ব ভারতের লাক্সারি গাড়ির মার্কেটের জন্য যা অত্যন্ত সুখবর ৷ ২০১৫ সালেই আমাদের সংস্থার গাড়ি বিক্রির হার এখানে অনেকাংশেই বেড়েছে ৷ গ্রাহকরা যাতে আরও ভালোভাবে আমাদের গাড়ির সঙ্গে পরিচিত হন, তার জন্যই এই আয়োজন করা হয়েছে ৷’’
advertisement
3/4
মিলন মেলায় মার্সিডিজ গাড়ির বিভিন্ন মডেল
advertisement
4/4