TRENDING:

Medicine: ডায়াবেটিস, কোলেস্টেরল, পেট খারাপের একাধিক ওষুধ বন্ধ... একাধিক 'কম্বিনেশন' বাতিল, বাজারে থাকবে না এদের একটাও

Last Updated:
ডায়াবেটিসের চিকিৎসায় জনপ্রিয় কম্বিনেশন মেটফরমিন প্লাস গ্লিমেপিরাইড। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া দেশের সমস্ত ড্রাগ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছে আগামী দিনে এইসব কম্বিনেশনের ওষুধ নতুন লাইসেন্সের জন্য আবেদন করলে সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে।
advertisement
1/5
ডায়াবেটিস, কোলেস্টেরল, পেট খারাপের একাধিক ওষুধ বন্ধ... একাধিক 'কম্বিনেশন' বাতিল
নির্দিষ্ট কোনও অসুখের চিকিৎসায় ভাল ফল পেতে একটির বদলে দুই বা ততোধিক ওষুধের নির্দিষ্ট ডোজের কম্বিনেশন ব্যবহার করা হয়। অভিযোগ, অনেকক্ষেত্রেই সেগুলি ওষুধ-বিজ্ঞানের আদর্শবিধি মেনে বানানো হয় না। ((Photo: News 18 / Representative Image ))
advertisement
2/5
ফলে নানান রকম পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় এর দীর্ঘমেয়াদি ব্যবহারে।
advertisement
3/5
যেমন, পেট খারাপ হলে নরফ্লোক্সাসিন প্লাস মেট্রোনিডাজল এর মিশ্রণের ওষুধ খাওয়া হয়। কোলেস্টেরলের চিকিৎসায় হার্টের রোগীদের ক্ষেত্রে রোসুভ্যাস্তাটিন প্লাস, ক্লোপিডগ্রিল প্লাস অ্যাসপিরিন কম্বিনেশনের ওষুধ খাওয়া হয়। (Photo: News 18 / File Image )
advertisement
4/5
ডায়াবেটিসের চিকিৎসায় জনপ্রিয় কম্বিনেশন মেটফরমিন প্লাস গ্লিমেপিরাইড। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া দেশের সমস্ত ড্রাগ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছে আগামী দিনে এইসব কম্বিনেশনের ওষুধ নতুন লাইসেন্সের জন্য আবেদন করলে সঙ্গে সঙ্গে বাতিল করতে হবে। (Photo: News 18 / File Image )
advertisement
5/5
এই কম্বিনেশনের যে সমস্ত ব্র্যান্ড এখন বাজারে চলে সেগুলোকেও কোম্পানি যাতে দ্রুত বাজার থেকে তুলে নেয় তার পদক্ষেপ করতে হবে। (Photo: News 18 / representative Image )
বাংলা খবর/ছবি/কলকাতা/
Medicine: ডায়াবেটিস, কোলেস্টেরল, পেট খারাপের একাধিক ওষুধ বন্ধ... একাধিক 'কম্বিনেশন' বাতিল, বাজারে থাকবে না এদের একটাও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল