'তুমি চিন্তা কোরো না দল আছে, আমি আছি...' I-PAC-এর প্রতীককে আশ্বাস মমতার
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Mamata Prateek Jain Meet: সল্টলেকে আই-প্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে আচমকা ইডির হানা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। উল্লেখ্য বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের দফতর এবং ওই সংস্থার কর্ণধার প্রতীকের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। খবর পেয়েই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কী কথা হয় তাঁর সঙ্গে প্রতীক জৈনের?
advertisement
1/7

সল্টলেকে আই-প্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে আচমকা ইডির হানা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। উল্লেখ্য বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের দফতর এবং ওই সংস্থার কর্ণধার প্রতীকের বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
advertisement
2/7
খবর পেয়েই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কী কথা হয় তাঁর সঙ্গে প্রতীক জৈনের?
advertisement
3/7
সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়িতে গিয়ে প্রতীক জৈনের সঙ্গে সামনাসামনি কথা হয় মুখ্যমন্ত্রীর। প্রতীক জৈনকে আশ্বাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তুমি চিন্তা কোরো না, দল আছে, আমি আছি"।
advertisement
4/7
ইতিমধ্যেই মমতার ডাক পেয়ে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, ও প্রধান সচিব মনোজ পন্থ পৌঁছে যান আই-প্যাকের অফিসে। সেক্টর ফাইভ পৌঁছে মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তাঁরা।
advertisement
5/7
আই প্যাকের অফিসেই মিটিং শুরু হয়। এখনও পর্যন্ত সূত্রের খবর, এইভাবে তল্লাশি অভিযান চালানোয় ইডি-র বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে এফআইআর হতে চলেছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে নথি চুরির অভিযোগ তুলে এফআইআর করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।
advertisement
6/7
প্রসঙ্গত, অন্যদিকে দিল্লি থেকে এই অভিযানের জন্য বিশেষ দল এসেছে বলে তদন্তকারী সংস্থা সূত্রের খবর। ইডি সূত্রের খবর, রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের সেক্টর ফাইভের দফতরে বৃহস্পতিবার সকালে হানা দেয় ইডি।
advertisement
7/7
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, কয়লাপাচার কাণ্ডে দিল্লিতে নথিভুক্ত এক পুরনো মামলার জন্যই এই অভিযান। ওই মামলায় বেশ কিছু লেনদেনের সূত্রে আইপ্যাকের নাম এসেছে বলে ইডি সূত্রের খবর।