Mamata Banerjee: 'ওরা এখন বাড়িতে থাকলেই ভাল', গরমের ছুটি নিয়ে প্রাইভেট স্কুলগুলির কাছে বড় আবেদন মমতার! বড় কোনও ইঙ্গিত মিলেছে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: বিভেদ ভুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই এমনই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
1/6

এপ্রিলের শুরুতেই রাজ্যের সরকারি স্কুল-কলেজে গরমের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ এপ্রিল থেকে রাজ্যে গরমের ছুটি শুরু হয়েছে।
advertisement
2/6
মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছিলেন, ‘গরমটা যেহেতু অত্যাধিক বেশি তাই ৩০-এ এপ্রিল থেকে ছুটি পড়বে। যাতে ছাত্র ছাত্রীদের সমস্যা না হয়।’ ৩০ এপ্রিল থেকে ছুটি শুরু হয়েছে রাজ্য সরকারের। মঙ্গলবার ভোররাতে অপারেশন সিঁদুরের পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/6
বিভেদ ভুলে এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সময়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরই এমনই বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই সঙ্গে বললেন, 'প্রাইভেট স্কুল যারা আছে আপনারা আপনাদের ছুটি রবীন্দ্র জয়ন্তী থেকে করে দেন তাহলেই ভাল। বাচ্চারা বাড়িতে থাকলেই ভাল।'
advertisement
4/6
এরই সঙ্গে সতর্ক করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আপনারা কিন্তু কখনও আগে থেকে বলবেন না এই জায়গায় আক্রমন হতে পারে। আপনাদের কাছে কোনও ইনফরমেশন থাকে আমরা একটা নম্বর দিয়ে দেব। পুলিশকে সতর্ক করা হয়েছে। ডিএম-এসপিদের সতর্ক করা হয়েছে। ভিজিলেন্স বাড়ানোর কথা বলা হয়েছে। সব ছুটি ক্যানসেল করা হয়েছে।'
advertisement
5/6
মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, 'আপনাদের দ্বায়িত্ব সব চেয়ে বেশি। আপনাদের দায়বদ্ধতা আছে। এই সময়টা সংযত থেকে সবাইকে সত্য যেন কোনও হিংসা না ছড়ায়, কোনও সন্ত্রাস না ছাড়ায় সেটার জন্য আবেদন করছি। আমরাও আজকে সব কেন্দ্রের ডিপার্টমেন্ট, স্টেট্ এর ডিপার্টমেন্ট সবাই কে নিয়ে আলোচনা করেছি, আমরা কাঁধে কাঁধে লড়াই করব।'
advertisement
6/6
মমতার বক্তব্য, 'এই সময়ে আমাদের মধ্যে যেন বিভেদ যেন না হয়। এই মানসিকতা নিয়ে আমরা কাজ করব। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যদি জানতে পারি অবশ্যই মানুষকে জানিয়ে দেব। যদি জানতে না পারি তাহলে কী করে জানাব? যারা বিভ্রান্তিমূলক খবর ছড়াবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। এটা টিআরপি বাড়ানোর সময় নয়, এটা দেশের জন্য লড়াই করার সময়।'