TRENDING:

Mamata Banerjee to Madan Mitra: বিধায়ক 'মদন'কে গান নিয়ে বিশেষ বার্তা মমতার, ফের পরিবহণে 'গুরুদায়িত্ব'

Last Updated:
Mamata Banerjee to Madan Mitra: বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিধায়ক-মন্ত্রী নির্বিশেষে সকলেই নানা বক্তব্য, দাবিদাওয়া রাখেন। কিন্তু চুপ ছিলেন মদন মিত্র।
advertisement
1/6
বিধায়ক 'মদন'কে গান নিয়ে বিশেষ বার্তা মমতার, ফের পরিবহণে 'গুরুদায়িত্ব'
মদন মিত্র (Madan Mitra) মানেই চমক। মদন মিত্র মানেই রাজনীতির বাইরেও লার্জার দ্যান লাইফ। হাজার-হাজার অনুরাগীদের মুখে একচিলতে হাসি। শাসক-বিরোধী নির্বিশেষে মদন মিত্র সকলের প্রিয়। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে নিয়ে হাসিমজাই করেন প্রকাশ্যে। বুধবারও যেমন করলেন।
advertisement
2/6
বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিধায়ক-মন্ত্রী নির্বিশেষে সকলেই নানা বক্তব্য, দাবিদাওয়া রাখেন। কিন্তু চুপ ছিলেন মদন মিত্র। তাই সভার একেবারে শেষে মদন মিত্রের খোঁজ করেন তিনি।
advertisement
3/6
মুখ্যমন্ত্রী বলেন, ''মদন মিত্র তো কিছু বলল না। ওকে তো আমি দেখতেই পাইনি।'' এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন, ''ও আর কী বলবে, ও তো স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সভাপতি হয়েছে।''
advertisement
4/6
মমতার কথা শোনা মাত্রই মদন বলে ওঠেন, ''আমি আপনার দেওয়া নির্দেশ যথাযথ পালন করছি।'' এরপরই মমতা পাল্টা প্রশ্ন করেন, ''তুমি রবীন্দ্র সংগীত ছাড়া আর কিছু গাইছ না তো?'' মদন উত্তর দেন, 'না শুধু রবীন্দ্র সংগীতই গাইছি।' দলনেত্রীর সস্নেহ উত্তর, ''ওকে। শুধু রবীন্দ্র সংগীত গাইবে।''
advertisement
5/6
সভা-সমিতি হোক বা সোশ্যাল মিডিয়ায়, সব জায়গার যাঁর অগণিত ভক্ত। বুধবার উত্তর ২৪ পরগার প্রশাসনিক বৈঠকেও তাই হিট মদন মিত্র। মমতা-মদনের সেই বার্তালাপ সভার গুরুগম্ভীর মেজাজকেও হালকা করে দেয়।
advertisement
6/6
এর আগে ভবানীপুর উপনির্বাচনের কর্মীসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় রসিকতা করে বলেছিলেন, ''মদন একটু কালারফুল ছেলে। তবে বেশি কালারফুল হলে সমস্যা।....পরশু দেখলাম তুমি ধুতি-পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে, সেরকমই থেকো... সাজুগুজু করবে তবে বেশি সাজুগুজু করবে না।''
বাংলা খবর/ছবি/কলকাতা/
Mamata Banerjee to Madan Mitra: বিধায়ক 'মদন'কে গান নিয়ে বিশেষ বার্তা মমতার, ফের পরিবহণে 'গুরুদায়িত্ব'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল