Mamata Banerjee on SSC Tented Teachers: SSC-র অযোগ্যদের জন্য এবার নতুন ব্যবস্থা? বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর! শিক্ষক দিবসের প্রাক্কালে দিলেন 'আশ্বাস'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Mamata Banerjee on SSC Tented Teachers: ‘অযোগ্য’দের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাঁদের ‘অযোগ্য’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
advertisement
1/6

শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার সকালে কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্য সরকারের তরফে দেওয়া হচ্ছে শিক্ষারত্ন সম্মান। সংবর্ধনা দেওয়া হচ্ছে ২০২৫ সালের কৃতী ছাত্রছাত্রীদেরও। সেখানেই উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
2/6
সেখানেই অযোগ্য শিক্ষক, যাঁদের দাগি হিসেবে পরীক্ষাতেও আর বসার সুযোগ নেই তাঁদের জন্য বিকল্প পথের ব্যবস্থা করার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/6
তিনি বলেন, 'শিক্ষকপদে ৫৬ হাজার শূন্যপদ। ৩৫ হাজার বিজ্ঞপ্তি প্রকাশ। অনেকেই আদালতে যান। আমি আদালতের দোষ দিই না। আনটেইন্টেডদের জন্য আদালত যা নির্দেশ দিয়েছে তার ব্যবস্থা করেছি। যাঁরা শিক্ষক হতে পারবেন না, তাঁদের গ্রুপ সি করা যায় কিনা দেখছি।'
advertisement
4/6
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'তাঁদের কথা ভেবেই বয়সসীমা বৃদ্ধির কথা ভাবা হয়েছে। আমাদের হাত-পা বাঁধা। কিন্তু আমরা তাঁদের সুযোগ দিচ্ছি, যাতে তাঁরা পরীক্ষা দিয়ে চাকরিতে ফিরতে পারেন।'
advertisement
5/6
মমতা বলেন, '১০ বছর শিক্ষক হিসাবে কাজ করার পরেও যাঁদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, আমরা তাঁদের নিয়ে আইনত আলোচনা করছি। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তাঁরা আর শিক্ষক হতে পারবেন না, কিন্তু তাঁরা যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান, তার ব্যবস্থা করার চেষ্টা করছি।'
advertisement
6/6
মমতা আশ্বাস দিয়ে বলেন, 'তাঁদের হতাশ হতে বারণ করব। কারণ, আমাদের সরকার মানবিক সরকার। আমরা রাজনীতি দেখে কাজ করি না, মানুষের কথা ভেবে কাজ করি। আজ শিক্ষকদিবসের প্রাক্কালে সব শিক্ষকদের অন্তরের অন্তস্তল থেকে শুভকামনা জানাচ্ছি।' (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)