বক্তব্যের শুরুতেই শিক্ষকদের বিক্ষোভ, রেগে আগুন মমতা! পরে শুনলেন দাবি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

এসসি, এসটি সেলের সভায় বক্তব্য শুরু করছিলেন তৃণমূলনেত্রী৷ আর তখন দর্শকাসনের সামনের দিকে প্ল্যাকার্ড হাতে কয়েকজন পার্শ্ব শিক্ষককে দেখেই রেগে আগুন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
2/6
ক্ষুব্ধ মমতা এই ঘটনাকে প্রথমে চক্রান্ত বলে অভিযোগ করলেও বক্তব্যের শেষে বিক্ষোভকারীদের দু' জনকে ডেকে আলাদা করে কথা বলেন৷ বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে৷
advertisement
3/6
বৃহস্পতিবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে তৃণমূলের এসসি, এসটি সেলের সভা ছিল৷ সভার শেষ বক্তা ছিলেন তৃণমূলনেত্রী৷ কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য শুরু করার মুখেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কয়েকজন সদস্য৷ কয়েকদিন আগে বিধানসভার বাইরেও আচমকা জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন এই সংগঠনের সদস্যরা৷
advertisement
4/6
কসবার সভায় এই বিক্ষোভকারীদের দেখেই রেগে যান তৃণমূলনেত্রী৷ ক্ষুব্ধ মমতা বলেন, 'বসুন চুপ করে৷ কিচ্ছু হবে না এখানে৷ এটা এখানে বলার জায়গা না৷ দেখেছো, প্রত্যেকটা মিটিংয়ে তিন চারজন করে ঢুকিয়ে দিচ্ছে৷ আর চার পাঁচ দিন বাদে নির্বাচনের দিন ঘোষণা হবে৷ গত ক' বছর ধরে আপনাদের জন্য এত পরিশ্রম করছি৷ তার পরেও যদি প্রত্যেকে এসে বলে আমার এটা চাই, আমার ওটা চাই! চাইলেই তো হবে না, দেব কোথা থেকে? কোনটা বাকি আছে বলুন তো?'
advertisement
5/6
তবে প্রথমে রেগে গেলেও বক্তৃতার শেষ দিকে বিক্ষোভকারীদের দু' জন প্রতিনিধিকে ডেকে নেন মুখ্যমন্ত্রী৷ তাঁদের দাবিও মন দিয়ে শোনেন তিনি৷ বিক্ষোভকারীদের ২৬ দফা দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷
advertisement
6/6
বিক্ষোভকারী পার্শ্ব শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষা দফতর সহ বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর পরিবর্তন সহ নানা দাবিতে তদ্বির করেছেন তাঁরা৷ কিন্তু কাজের কাজ হয়নি৷ মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেননি সংগঠনের সদস্যরা৷ বাধ্য হয়েই তাঁরা মুখ্যমন্ত্রীর সভায় এসে তাঁর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন৷