TRENDING:

Mamata Banerjee Doctors Meeting: ৫৬৩ জন ডাক্তারের তালিকা তুলে ধরলেন মমতা, তুললেন বিস্ফোরক অভিযোগ! আন্দোলনের নামে...

Last Updated:
Mamata Banerjee Doctors Meeting: জুনিয়র ডাক্তারদের মমতা বলেন, "আন্দোলন করেছো, ভালো করেছো। তোমাদের অধিকার আছে। আমি রোজ তোমাদের খবর নিই। আমি যখন অনশন করেছিলাম।"
advertisement
1/7
৫৬৩ জন ডাক্তারের তালিকা তুলে ধরলেন মমতা! বিস্ফোরক অভিযোগ আন্দোলনের নামে...
নবান্নে সোমবারের বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর স্নেহ ঝরে পড়ল জুনিয়র ডাক্তারদের প্রতি। তাঁদের অনুরোধ করলেন অনশন ছেড়ে কাজে ফিরতে। নিজের খেয়াল রাখতে। আরও বললেন, রাজনীতির রঙে নয়, ভালবাসায় বাঁধতে চান তরুণ প্রজন্মকে। আন্দোলনরত ডাক্তারদের মমতা বললেন, "তোমাদের প্রতি আমার ভালোবাসা থাকব। আমার কাছে রং নেই। তোমাদের অন্য কোনও পরিচয় আমার কাছে নেই। আমি যদিও সব জানি।"
advertisement
2/7
এর পরেই মমতা জানান, ওষুধের দাম বাড়ানো নিয়েও তিনি কেন্দ্রকে চিঠি দিয়েছেন। তাঁর কথায়, "আমি তো আজকেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। ওষুধের দাম বাড়ানো নিয়ে। তোমাদের প্রতি আমাদের ভালোবাসা ছিল, আছে, থাকবে।" এর পরই মুখ্যমন্ত্রী তোলেন সেই অভিযোগ! কর্মবিরতি পালন করলেও বেসরকারি হাসপাতাল থেকে চুটিয়ে প্র্যাকটিস করে লাখ লাখ টাকা আয়ের অভিযোগ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে! (Junior Doctor) তাঁর কথায়, "৫৬৩ জন যারা স্ট্রাইক করেছেন যারা প্রাইভেট হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথীর টাকা নিয়েছেন। তোমরা চাইলে তোমাদের লিস্ট পাঠিয়ে দেব।"
advertisement
3/7
তবে মমতা বলেন, "আন্দোলন করেছো, ভালো করেছো। তোমাদের অধিকার আছে। আমি রোজ তোমাদের খবর নিই। আমি যখন অনশন করেছিলাম। সরকারের কেউ আসেনি। আমি রোজ তোমাদের খোঁজ নিয়েছি। আমার অনুরোধ সুস্বাস্থ্য পরিবেশ গড়ে তুলতে অনশন ও ধর্মঘট তুলে নাও। তোমরা কাজে যোগ দাও।" মমতার দাবি, আন্দোলন শুরু করলে। আন্দোলন শেষ করতে জানতে হয়।
advertisement
4/7
মমতার দাবি, "আলোচনায় গ্যাপ রাখা হয়নি। তোমাদের কথা শোনা হয়েছে টাস্ক ফোর্স এটাও দেখবে যে চিকিৎসক ঠিকঠাক পরিষেবা দিচ্ছে নাকি। এটা দেখা গেল অনেক চিকিৎসককে গ্রামে পাঠানো হয়, কিন্তু সপ্তাহে পাঁচ দিনও দেখা যায়না সেখানে।'
advertisement
5/7
মমতা আশ্বাস দেন, "যাদের সাসপেন্ড করা হয়েছে, তাদের বিষয় টাস্ক ফোর্সের কাছে পাঠাও। টাস্ক ফোর্স সব দেখবে। টাস্ক ফোর্স এটাও দেখবে যে চিকিৎসক ঠিকঠাক পরিষেবা দিচ্ছে নাকি। এটা দেখা গেল অনেক চিকিৎসককে গ্রামে পাঠানো হয়, কিন্তু সপ্তাহে পাঁচ দিনও দেখা যায়না সেখানে।'
advertisement
6/7
মমতা সাফ জানিয়ে দেন, "কেউ কাউকে থ্রেট করবে না। আজ আমি পাওয়ারে মানে থ্রেট করলাম। কাল তুমি পাওয়ারে মানে আমাকে থ্রেট করা হল। সেটা হতে পারেনা। এটা তো একটা পলিসি হওয়া দরকার। সরকার বলে, সিস্টেম বলে একটা জিনিস আছে। আপনারা নিজেরা এনকোয়ারি করে নিলেন। এটা হতে পারে না। "
advertisement
7/7
মমতা ডাক্তারদের বলেন, "আগে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে। তোমরা যা বলছো, আমাকেও তো ক্রস চেক করতে হবে। কাজটা নরম্যালসি তো আগে করো।আমাদের সুপ্রিম কোর্টে যা কমিটমেন্ট আছে সেটা আমরা করব। আর কাজ একদিনে হয় না। এর জন্য অর্থ প্রয়োজন হয়। তবে আমি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরুপ নিগমকে বলছি, কাজ ফেলে রাখা যাবে না। কাজ শেষ করতে হবে। আমি কোনও অজুহাত শুনতে চাই না।"
বাংলা খবর/ছবি/কলকাতা/
Mamata Banerjee Doctors Meeting: ৫৬৩ জন ডাক্তারের তালিকা তুলে ধরলেন মমতা, তুললেন বিস্ফোরক অভিযোগ! আন্দোলনের নামে...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল