TRENDING:

ভাঙল ৩ বছরের রেকর্ড...! দেশের ম্যালেরিয়া মানচিত্রে কোন 'স্থানে' পৌঁছল কলকাতা? এল রিপোর্ট কার্ড!

Last Updated:
Malaria: বর্ষার শুরুতেই শুরু হয়েছে মশার দাপট। জেলায় জেলায় জল জমা ও নাগাড়ে বৃষ্টির জেরে ক্রমশ আর তারই মধ্যে এল কেন্দ্রের ম্যালেরিয়া সংক্রান্ত রিপোর্ট। বাড়ল চিন্তা। দেশের ম্যালেরিয়া মানচিত্রে গত তিন বছরের রেকর্ড ভাঙল কলকাতার।
advertisement
1/11
ভাঙল ৩ বছরের রেকর্ড! দেশে ম্যালেরিয়া মানচিত্রে কোন 'স্থানে' পৌঁছল কলকাতা? এল রিপোর্ট কার্ড
বর্ষার শুরুতেই শুরু হয়েছে মশার দাপট। জেলায় জেলায় জল জমা ও নাগাড়ে বৃষ্টির জেরে ক্রমশ আর তারই মধ্যে এল কেন্দ্রের ম্যালেরিয়া সংক্রান্ত রিপোর্ট। বাড়ল চিন্তা। দেশের ম্যালেরিয়া মানচিত্রে গত তিন বছরের রেকর্ড ভাঙল কলকাতার।
advertisement
2/11
২০২৪ সালের ম্যালেরিয়া রিপোর্ট প্রকাশ করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাল, ম্যালেরিয়ায় পরপর তিন বছরের ফার্স্ট বয় কলকাতার স্থান এবার ষষ্ঠ। কেন্দ্র সরকারের বার্ষিক ম্যালেরিয়া রিপোর্টে উদ্বেগজনক জায়গায় শহর কলকাতা। দেশের ৭৭৫ টি জেলার মধ্যে, ম্যালেরিয়া আক্রান্তের নিরিখে ষষ্ঠ স্থানে শহর কলকাতা।
advertisement
3/11
ম্যালেরিয়ায় আক্রান্তের সর্বশেষ এই তালিকায় কলকাতার আগে শুধু ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম ও গোড্ডা এবং ওড়িশার কালাহান্ডি, রায়গাডা ও কন্দমল জেলা। একনজরে দেখে নিন তালিকা :
advertisement
4/11
১. প‌. সিংভূম(JH) - ১৯১৯৯২. কালাহান্ডি (OD) - ১৪৩৯৯৩. রায়গাডা (OD) - ১৩৮৩৫
advertisement
5/11
৪. কন্দমল(OD) - ১১১৪৬৫. গোড্ডা (JH) - ১০২৮৮6. কলকাতা (wb) - ১০১৭৭
advertisement
6/11
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, সারা দেশের ৭৭৫ টি জেলার মধ্যে মাত্র সাতটি জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার করেছে।
advertisement
7/11
দেশের মেট্রো শহর গুলোর মধ্যে একমাত্র কলকাতাতেই এই পরিমাণ ম্যালেরিয়া হয়েছে গত বছর।
advertisement
8/11
এর আগে পরপর তিন বছর দেশের সব জেলাকে পিছনে ফেলে ম্যালেরিয়ায় দেশের মধ্যে প্রথম হয় কলকাতা।
advertisement
9/11
কেন্দ্রীয় স্বাস্থ্য ম্যালেরিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এ কলকাতায় আক্রান্ত হন ১৭০০২ জন, যা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ। সেই তুলনায় কিছুটা উন্নত হয়েছে নতুন রিপোর্টে।
advertisement
10/11
২০২২ সালে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হন ২৭২০৯ জন, সেটাও ছিল দেশের মধ্যে সর্বোচ্চ।
advertisement
11/11
২০২১ সালে কলকাতায় ম্যালেরিয়া আক্রান্ত হন ২১২৯০ জন,সেটাও ছিল দেশের মধ্যে সর্বোচ্চ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ভাঙল ৩ বছরের রেকর্ড...! দেশের ম্যালেরিয়া মানচিত্রে কোন 'স্থানে' পৌঁছল কলকাতা? এল রিপোর্ট কার্ড!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল