ফিরল পোস্তার স্মৃতি, ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪
Last Updated:
advertisement
1/4

ফিরল পোস্তার স্মৃতি। ব্যস্ত সময়ে আচমকাই ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ। ব্রিজ ভেঙে বেশ অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত বেশ কয়েকজন। Photo Source: News18Network
advertisement
2/4
এদিন বিকেল ৪টে ১৫ নাগাদ মাঝেরহাট ব্রিজের অ্যাপ্রোচ রোডে অংশ ভেঙে পড়ে। ব্রিজের নীচে আটকে পড়ে মিনিবাস, প্রাইভেট কার সহ বেশ কয়েকটি গাড়ি। ব্রিজের নিচ দিয়ে গিয়েছে বজবজ শাখার রেল লাইন। দুর্ঘটনার পর বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। Photo Source: News18Network
advertisement
3/4
উদ্ধারে হাত লাগায় স্থানীয় মানুষ। উদ্ধারকাজে চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে ৷ Photo Source: News18Network
advertisement
4/4
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ Photo Source: News18Network