TRENDING:

Madhyamik 2025: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বিরাট নির্দেশ! মাধ্যমিকের সেন্টারে সেন্টারে বড় বদল, নোটিস দিল পর্ষদ

Last Updated:
Madhyamik 2025: মাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থায় ফের বদল আনছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত পরীক্ষা কেন্দ্রগুলিতে কতজন পরীক্ষার্থী একসঙ্গে বসে পরীক্ষা দেবেন সেই নিয়মে বদল আনছে পর্ষদ।
advertisement
1/6
লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বড় নির্দেশ! মাধ্যমিকের সেন্টারে সেন্টারে বদল, পর্ষদের নোটিস
*মাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থায় ফের বদল আনছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত পরীক্ষা কেন্দ্রগুলিতে কতজন পরীক্ষার্থী একসঙ্গে বসে পরীক্ষা দেবেন সেই নিয়মে বদল আনছে পর্ষদ। প্রতিবেদনঃ সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*এবার থেকে এক একটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। চলতি বছর থেকে এমনই সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এতদিন ধরে যে কোনও পরীক্ষা কেন্দ্রে ১৫০ জন ১০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারত। কিন্তু এবার সেই নিয়মে বদল আনতে চায় পর্ষদ। ন্যূনতম ৩০০ এবং সর্বোচ্চ ৮০০ পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেবেন। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*ইতিমধ্যেই জেলায় জেলায় সেই নির্দেশও পাঠানো হয়েছে বলেই মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর। কেন এই সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদ নিল? পর্ষদের তরফে দাবি, এই পরিবর্তনের ফলে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে আরও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা করা সম্ভব। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা কমলে, পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রে নজরদারি চালাতে আরও সুবিধা হবে। এছাড়া গোটা পরীক্ষা ব্যবস্থাও পরিচালনা করা আরও সহজ হবে পর্ষদের তরফে। মূলত এই বিষয়গুলিকে মাথায় রেখেই এই নিয়ম বদল আনার সিদ্ধান্ত। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র করে একাধিক প্রস্তুতিও নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জেলায় জেলায় পরীক্ষা নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন পর্ষদের আধিকারিকরা। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*জেলাস্তরে কমিটি তৈরির ব্যাপারে জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। শুধু তাই নয়, গত কয়েকবারের তুলনায় দ্বিগুণ করা হয়েছে পর্ষদের বিভিন্ন কমিটিতে প্রতিনিধিদের সংখ্যা। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*এবারে পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষের কাছাকাছি পৌঁছাতে পারে, তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে জেলাগুলিকে। সেই মতোই প্রস্তুতি নিতে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Madhyamik 2025: লক্ষ লক্ষ পরীক্ষার্থীর জন্য বিরাট নির্দেশ! মাধ্যমিকের সেন্টারে সেন্টারে বড় বদল, নোটিস দিল পর্ষদ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল