Madan Mitra : 'লাভলি' মদন মিত্র! পেগাসাস প্রতিবাদে শহরের পথে 'পক্ষীরাজ' নিয়ে 'রবিনহুড'
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Madan Mitra : এবার আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। '
advertisement
1/6

'অভিনব' শব্দটা যেন ক্রমশ বিকল্প হয়ে উঠছে মদন মিত্রের। বিধানসভায় অধিবেশনে হাজিরা থেকে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ। সবেতেই অভিনবত্বের ছোঁয়া রেখে চলেছেন কামারহাটি বিধায়ক। এবার আবারও তাঁকে কলকাতার রাজপথে দেখা গেল অন্য মেজাজে।
advertisement
2/6
এবার আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। 'পক্ষীরাজ' ঘোড়ায় চেপে ফোনের মডেল নিয়ে এক অন্যরকম প্রতিবাদে মুখর হন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক।এবার আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। 'পক্ষীরাজ' ঘোড়ায় চেপে ফোনের মডেল নিয়ে এক অন্যরকম প্রতিবাদে মুখর হন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক।এবার আর গরুর গাড়ি নয়, এবার তাঁর সঙ্গী কালো ঘোড়া! বুকে ঝোলানো প্ল্যাকার্ড বলছে, 'পেগাসাস'-ইস্যুতে প্রতিবাদের ময়দানে মদন। মাথায় কালো টুপি, মুখে কালো কাপড় আর চোখ কালো রোদ চশমায় ঢেকে এদিন ভবানীপুর এলাকায় প্রতিবাদ জানালেন মদন মিত্র। 'পক্ষীরাজ' ঘোড়ায় চেপে ফোনের মডেল নিয়ে এক অন্যরকম প্রতিবাদে মুখর হন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন কামারহাটি তৃণমূল বিধায়ক।
advertisement
3/6
বৃহস্পতিবার কলকাতার ভবানীপুর থেকে ২ কিলোমিটার পথজুড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন মদন মিত্র। একটি কালো ঘোড়ার পিঠে ডানা লাগিয়ে, তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় পেগাসাস প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বেঁধে, কখনও হেঁটে-কখনও ঘোড়ার পিঠে চেপে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মদন মিত্র।
advertisement
4/6
বিজেপিতে তোপ দেগে প্রবীণ তৃণমূল নেতা বলেন, "ফোনে আড়ি পাতছে বিজেপি। করোনা এবং পেগাসাসের বিষ ছড়াচ্ছে বিজেপি। সত্য় প্রকাশ্যে আনতে তদন্ত কমিটি গঠন করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এই ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি।"
advertisement
5/6
Pegasus কাণ্ডে জাতীয় রাজনীতিতে বিরোধীদের সমালোচনায় সংসদে ইতিমধ্যেই কোনঠাসা পরিস্থিতি কেন্দ্রের শাসকদল বিজেপির। বাদল অধিবেশনের শুরু থেকেই এই নিয়ে রীতিমত বিরোধিতার ঝড় তুলেছে তৃণমূল। আর এই বিরোধিতাতে তাঁদের যোগ্য সঙ্গত দিচ্ছে কংগ্রেস।
advertisement
6/6
সংসদের ভিতরে ও বাইরে শুরু থেকেই এই ইস্যুতে সরব রাজ্যের শাসক দলের সাংসদরা। আরও একধাপ এগিয়ে তাঁর দিল্লি সফরের আগে পেগাসাস নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই কাণ্ডে মদন মিত্রের নেতৃত্বে আবারও একটি অভিনব প্রতিবাদ দেখল শহর কলকাতা।