Weather Alert For Week: জোড়া ঘূর্ণাবর্তের ল্যাজে নিম্নচাপ, সাগরে হু হু হাওয়া, কবে থেকে ঝাঁঝ বাড়াবে ঝড়, তুফানি হবে বৃষ্টি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Week's Weather Update: চরম ঘেমো গরম ভ্যানিশ হয়ে, সাইক্লোনিক সার্কুলেশনদের জেরে নতুন বালাই! এবার হবে নিম্নচাপের খেলা, আগামী ৩-৪ দিন হাওয়া বিগড়োবে, বৃষ্টি-বাজের খেলা ফের বাংলায়
advertisement
1/12

২৩ তারিখই সেই দিন যখন দুই ঘূর্ণাবর্তের প্রভাবে ফের একবার নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে৷ আইএমডির লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে পুজোর মুখে বানভাসি দক্ষিণবঙ্গে আবারও দুর্যোগের আশঙ্কা! বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ বলয়। সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া বদল। ফের একবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। এরই প্রভাবে উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ Photo -Representative
advertisement
2/12
হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণবাত অবস্থান করছে। এই ঘূর্ণবাত দুটি সোমবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। একটি সাইক্লোনিক সার্কুলেশন উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে রয়েছে অন্যটি থাইল্যান্ড উপকূলের কাছাকাছি এলাকায় রয়েছে।
advertisement
3/12
দুটি সাইক্লোনিক সার্কুলেশনই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে৷ মায়নমারের কাছে থাকা ঘূর্ণাবর্তটি মধ্য ট্রপোস্ফিয়ার স্তর পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ এবং এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে৷ Photo -Representative
advertisement
4/12
অন্যদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে তৈরি হওয়া সাইক্লোনিক সার্কুলেশনটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে৷ এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবেই সোমবার ফের বঙ্গোপসাগরে হবে নিম্নচাপ৷ এরই প্রভাবে বদলাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। Photo -Representative
advertisement
5/12
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সহ কলকাতা সহ সব জেলায় মেঘ মুক্ত পরিষ্কার আকাশ ছিল। পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা ছিল। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপমাত্রা। তাপমাত্রা বাড়ার সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে দক্ষিণবঙ্গের মানুষ৷ Photo -Representative
advertisement
6/12
পাশাপাশি এই অ্যাকটিভ ওয়েদার চ্যানেলগুলির জেরে দক্ষিণ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে হাওয়ার গতি থাকবে গড়ে ঘণ্টায় ৩০-৪০ কিমি, অন্যদিকে সর্বাধিক গতি হতে পারে ৫৫ কিমি পর্যন্ত৷ Photo -Representative
advertisement
7/12
সোমবার থেকে আবহাওয়া বদল। বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে আবহাওয়ার বদল শুরু হবে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে হাওয়া অফিস।
advertisement
8/12
উপকূলবর্তী জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বুধবার ওড়িশা সংলগ্ন জেলা ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। Photo -Representative
advertisement
9/12
হাওয়া অফিসের রিপোর্ট জানা যায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। Photo -Representative
advertisement
10/12
আইএমডি কলকাতার লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে সোমবার ও মঙ্গলবার কলকাতা ও হাওড়া এবং সংলগ্ন এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ, বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে৷ Photo -Representative
advertisement
11/12
অন্যদিকে বুধবার ও বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ বিভিন্ন সময়ে বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ Photo -Representative
advertisement
12/12
দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জেলা সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে। তবে রবিবার জেলায় জেলায় স্বাভাবিকের ওপরে থাকবে তাপমাত্রা। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে। Photo -Representative