TRENDING:

Love Is In The Air: বাতাসে এখন শুধুই প্রেম, সারাবছর যাঁরা নিরাপত্তা দেন প্রেমের মাসে তাঁদের হাতেই এবার লাল গোলাপ

Last Updated:
ইন্দ্রানী গঙ্গোপাধ্যায় আর তাঁর সাংস্কৃতিক সংস্থার মহিলারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে পুলিশ কর্মীদের হাতে গোলাপ ফুল আর মেমেন্টো তুলে দিলেন। "কলকাতা ট্রাফিক পুলিশের দিনরাত শ্রমের জন্য এই সামান্য সম্মানটুকু তো আমরা দিতেই পারি. " বলেন ইন্দ্রানী।
advertisement
1/6
বাতাসে এখন শুধুই প্রেম,সারাবছর যাঁরা নিরাপত্তা দেন প্রেমের মাসে তাঁদের এবার লাল গোলাপ
সমাজের মূল স্রোতে যারা আসতে পারেনি তারাই বিশেষ বন্ধু -অ্যাসিড সারভাইভার এবং তৃতীয় লিঙ্গদের নিয়ে কাজ করেন  সৃষ্টি ডান্স অ্যাকাডেমির কর্ণধার শিক্ষিকা ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়৷ সবে গেছে ভ্যালেন্টাইন্স ডে৷ পাশাপাশি ক্যালেন্ডারে এখন ফাল্গুন মাস ফলে কালটা হচ্ছে ভালবাসার৷
advertisement
2/6
ইন্দ্রানী গঙ্গোপাধ্যায় আর তাঁর সাংস্কৃতিক সংস্থার মহিলারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে পুলিশ কর্মীদের হাতে গোলাপ ফুল আর মেমেন্টো তুলে দিলেন। "কলকাতা ট্রাফিক পুলিশের দিনরাত শ্রমের জন্য এই সামান্য সম্মানটুকু তো আমরা দিতেই পারি. " বলেন ইন্দ্রানী।
advertisement
3/6
ইন্দ্রানী বললেন “এই বছর ভালবাসার দিনটা একটু অন্যরকম ভাবে পালন করলাম। ভ্যালেন্টাইন্স ডে ভালবাসার দিন এই শব্দটা একটি ল্যাটিন শব্দ স্ট্রেন্থ অর্থাৎ শক্তি থেকে এসেছে। আরে ভালবাসার দিনটা আমরা কি বুঝি! এটা এমন একটা উৎসব যার মধ্যে দিয়ে আমরা বন্ধুত্ব ভালবাসা সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব পালন করতে পারি।’
advertisement
4/6
তিনি আরও বলেন, ‘এই সমাজে আমাদের সকাল থেকে রাত্রি অবধি যারা ঝড়, বৃষ্টি, ঠান্ডা গরম উপেক্ষা করে সব সময় আমাদের পাশে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন যেমন ধরুন পুলিশ কর্মীরা , পুলিশ কর্তারা আমাদের সারাক্ষণ এমন ভাবে একটা রক্ষাকবচ হিসেবে সমাজের স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে রয়েছে তাদের হাতে সামান্য একটু ফুল আর স্মারক দিয়ে এই বছর আমার অ্যাকাডেমি থেকে ভালবাসার দিনটি পালন করা হল।’
advertisement
5/6
তিনি  আরও বলেন, ‘তাই আজকের দিনে আমি একটা কথাই বলতে চাই , ভালবাসাটা অন্তহীন ভালবাসাটা সবার জন্য ছড়িয়ে দিন । এক মুঠো ভালোবাসা পেতে আমাদের অনেক রকমের অনেক ধরনের কষ্ট করতে হয়।’
advertisement
6/6
‘কিন্তু আপনি আপনার ভালোবাসাটা যদি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেন তাহলে দেখবেন আপনাকে সবাই এবং আপনি যে সংস্থার সঙ্গে জড়িত সেই সংস্থাকেও সবাই ভালবাসতে শিখবে। ভালবাসতে জানতে শিখুন, ভালবাসতে শিখুন।’
বাংলা খবর/ছবি/কলকাতা/
Love Is In The Air: বাতাসে এখন শুধুই প্রেম, সারাবছর যাঁরা নিরাপত্তা দেন প্রেমের মাসে তাঁদের হাতেই এবার লাল গোলাপ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল