Local train: লোকাল ট্রেনে দ্বিগুণ মজা! থাকবে এবার এসি! পুজোর আগেই হবে ট্রায়াল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Local train: এবার মুম্বইয়ের ট্রেনের আদলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন লোকাল ট্রেনে প্রস্তুত হচ্ছে। লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা চালু করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।
advertisement
1/5

এবার মুম্বইয়ের ট্রেনের আদলে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন লোকাল ট্রেনে প্রস্তুত হচ্ছে। লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা চালু করার পরিকল্পনা করছে রেল কর্তৃপক্ষ।
advertisement
2/5
প্রথম ধাপ হিসেবে মহিলা যাত্রীদের ট্রেন মাতৃভূমি লোকালে ওই বিশেষ ব্যবস্থার পরীক্ষামূলক ট্রায়াল হবে। পুজোর আগেই একটি মাতৃভূমি লোকালের দু’টি কামরাকে প্রথম শ্রেণির কামরায় পরিণত করা হবে বলে সূত্রের খবর।
advertisement
3/5
রেল সূত্রের খবর, কিছুটা বাড়তি ভাড়ায় যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতেই এই নতুন প্রচেষ্টা। ট্রায়ালে সাফল্য মিললে ধীরে ধীরে অন্য রুটগুলিতেও এই কাজ শুরু হবে।
advertisement
4/5
গত বছর, শিয়ালদহ ডিভিশনের তরফ থেকে রেল বোর্ডের কাছে বাতানুকূল( এ.সি) ট্রেন চালানোর আবেদন জানানো হয়েছিল যাত্রী সুবিধার কথা ভেবে। রেল এখনও সেই প্রস্তাব বিবেচনায় রেখেছে।
advertisement
5/5
রেল সূত্রে জানা যাচ্ছে, প্রথম শ্রেণির কামরায় সাধারণ আসনের পরিবর্তে নরম আসন থাকবে প্রথম শ্রেণির ট্রেনে। বর্তমানে, শিয়ালদহ শাখায় ছ’জোড়া মাতৃভূমি লোকাল আছে। তার মধ্যে যে কোনও একটি রুট বেছে নিয়ে ওই পরিষেবা ট্রায়াল করা হবে।