নতুন বছরের শুরুটা জমিয়ে হোক জে ডব্লিউ ম্যারিয়েটে ! জেনে নিন মেনু থেকে খরচ !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ঠিক কি ব্যবস্থা করেছে এই পাঁচ তারা হোটেল? এবং খরচই বা কেমন? হদিশ দিচ্ছি আমরা।
advertisement
1/6

বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ভয়াবহ সব অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন বছরে প্রবেশ করব আমরা। সব বিধি মেনেই সাবধানতা অবলম্বন করেই মানুষ বিশেষ দিনগুলোতে আনন্দ করতে কখনই পিছ পা হন না। বছরের শেষ দিনটা যদি ঠিক করে থাকেন বিশেষ ভাবে পরিবারের সঙ্গে পাঁচ তারা হোটেলে স্পেশাল ডিনার বা লাঞ্চ করতে চান তাহলে আপনার পছন্দ হতেই পারে জে ডব্লিউ ম্যারিয়ট।
advertisement
2/6
ঠিক কি ব্যবস্থা করেছে এই পাঁচ তারা হোটেল? এবং খরচই বা কেমন? হদিশ দিচ্ছি আমরা। লাঞ্চের এর জন্য সময় ১২টা থেকে ৩টে। ডিনারের সময় ৭-১১ টা।
advertisement
3/6
মেনুতে থাকছে হরেক রকমের পদ যা খেয়ে শেষ করা মুশকিল। ক্রিমি লবস্টার বিসিক, রোস্টেড পোর্ক লেগ,ডাক ফো গ্রাস টেররিন, লাইভ পাস্তা স্টেশন, ট্রাডিশনাল মাশরুম এন্ড ট্রাফলে লাসানে ইন সুইট পেস্টো সস্ হরেকের মধ্যে কয়েকটা নাম।
advertisement
4/6
এছাড়াও আারও বিভিন্ন কুইজিন পানীয় এই প্যাকেজে পাবেন আপনি। লাঞ্চের জন্য পড়বে ২৪৯৯ টাকা প্লাস ট্যাক্স প্রতি জনের জন্য।ডিনারের জন্য পড়বে ৩৮৯৯ প্লাস ট্যাক্স প্রতি জনের জন্য।
advertisement
5/6
যদি চান একান্তে দারুন চাইনিজ খেতে তাহলে এই হোটেলেই রয়েছে 'ভিনটেজ এশিয়া'। এখানে ব্যাবস্থা আলা কার্টে। ডিমসাম,গিওজা স্যুপ,লবস্টার,প্যান এসিয়া স্পেশালিটি এখানে রয়েছে সবটাই। প্যান এশিয়া তে দু- জনের খাওয়া খরচ পড়বে ৪০০০ টাকা প্লাস ট্যাক্স।
advertisement
6/6
বছরের প্রথম দিনেও একই মেনু পাবেন আপনি। লাঞ্চ ও ডিনার বাফে থাকবে ২৩৯৯ টাকায় ও ২৪৯৯ টাকায়।