আগামী বছর ৫০তম রথযাত্রা হোক করোনা মুক্ত, উল্টোরথে ইস্কনে প্রার্থনা, পাশে নিখিলকে নিয়ে আরতি নুসরতের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
গতবারের পর এবছরেও উল্টোরথের আরতি করলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান।
advertisement
1/6

করোনা ভাইরাস সংক্রমণের জেরে আগে থেকেই ইসকন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল এবার আর বাইরে নয়, মন্দির চত্বরে রথযাত্রা করবে। দেশ-বিদেশের ভক্তরা ভার্চুয়াল মাধ্যমেই রথযাত্রা দেখবেন। সেই মোতাবেক কলকাতাতে রথের পাশাপাশি উল্টোরথও মন্দির চত্বরে পালন করল ইসকন কর্তৃপক্ষ। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
প্রত্যেক বছর এই কলকাতাতে ইসকনের রথ কয়েক কিলোমিটার পাড়ি দেয়। জাঁকজমকপূর্ণভাবে ইসকনের এই রথযাত্রা দেখার জন্য এবং সামিল হবার জন্য দেশ-বিদেশের বহু ভক্তরাই আসেন। কিন্তু এবছর করোনা ভাইরাসের সংক্রমণ রথযাত্রাকে কিছুটা ম্লান করে দিয়েছে। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
তবুও রীতিনীতি মেনেই গত সপ্তাহের রথের পর বুধবার উল্টোরথ পালন করল ইসকন মন্দির কর্তৃপক্ষ। গতবারের পর এবছরেও উল্টোরথের আরতি করলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। আগামী বছর ৫০ তম রথযাত্রা পালন করবে ইসকন মন্দির কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বলতে গিয়ে মন্দিরের ভাইস-প্রেসিডেন্ট রাধারমন দাস বলেন " প্রার্থনা করি যেন আগামী বছরের মধ্যেই করোনা মুক্ত হয়ে যায়। আগামী বছর আমাদের বড় করে রথের পরিকল্পনা রয়েছে। এত বছর পর্যন্ত যেভাবে রথ পালন হয়েছে তার থেকে দ্বিগুন ভাবে রথযাত্রা পালন করার পরিকল্পনা আছে। প্রার্থনা করি যেন করোনা মুক্ত তার আগেই হয়ে যায়।" তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
পাশাপাশি ইসকন মন্দিরের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকে। গতবারের মতো এবারেও উল্টোরথের আরতী করলেন নুসরত জাহান। উল্টোরথে ইসকন মন্দিরে এসে তিনি বলেন " আমাদের সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত।" প্রত্যেক বছরই ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে পাক স্টিট পর্যন্ত আসে অস্থায়ী মাসির বাড়িতে। কিন্তু এবছর ইসকন মন্দিরের অস্থায়ী মাসির বাড়ি করা হয়। বুধবার উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে সেবায়তরা পৌঁছে দেন জগন্নাথ, বপথে নয়,মন্দির চত্বরেই জগন্নাথ, বলরাম,সুভদ্রা। ঘরোয়া ভাবেই গত মঙ্গলবার রথযাত্রা পালন হয়েছিল কলকাতার ইসকন মন্দিরে। বুধবারও ঠিক একইভাবে উল্টো রথযাত্রা পালন হল এখানে। পূর্বঘোষণা মতোই ভার্চুয়ালি উল্টো রথযাত্রা দেশ-বিদেশের ভক্তরা উপভোগ করলেন। বুধবার সকাল থেকেই অবশ্য ইসকন মন্দির চত্বরে কলকাতা পুলিশের তরফে একাধিক জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। যাতে কোন ভক্ত মন্দিরের কাছাকাছি না আসতে পারেন। যদিও এদিন বেলা বারোটার আগে থেকেই ইসকন মন্দির চলে হাতেগোনা ভক্তদের ভিড় দেখা যায়। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়লরাম ,সুভদ্রা কে। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
পাশাপাশি ইসকন মন্দিরের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানকে। গতবারের মতো এবারেও উল্টোরথের আরতী করলেন নুসরত জাহান। উল্টোরথে ইসকন মন্দিরে এসে তিনি বলেন " আমাদের সব ধর্মের প্রতি সম্মান জানানো উচিত।" প্রত্যেক বছরই ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে পাক স্টিট পর্যন্ত আসে অস্থায়ী মাসির বাড়িতে। কিন্তু এবছর ইসকন মন্দিরের অস্থায়ী মাসির বাড়ি করা হয়। বুধবার উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে সেবায়তরা পৌঁছে দেন জগন্নাথ, বলরাম ,সুভদ্রা কে। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
আগামী বছর ৫০ তম রথযাত্রা ইসকন কর্তৃপক্ষের। গত কয়েক বছর কলকাতা ও মায়াপুরে যেভাবে রথযাত্রা পালন করা হয়েছে তার থেকে দ্বিগুন ভাবে রথযাত্রা পালন করার পরিকল্পনা নিয়েছে ইসকন কর্তৃপক্ষ। আর তাই উল্টো রথের দিন মন্দিরের তরফে একটাই প্রার্থনা এদিন হলো যাতে করোনা মুক্ত হয় গোটা দেশ তথা বিশ্ব। তথ্য ও ছবি- সোমরাজ বন্দ্যোপাধ্যায়