Indian Railways: অনলাইনে রেলের টিকিট কাটায় কোটি-কোটি জালিয়াতি, বড় সিদ্ধান্ত রেলের! বিক্রি হয়ে গিয়েছে কয়েক কোটি টাকার টিকিট
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: চলতি বছরেই সাধারণ যাত্রীদের সুবিধার্থে টিকিট উইন্ডো খুলতেই এজেন্টদের আগে নির্দিষ্ট সময় সাধারণ যাত্রীদের বরাদ্দ করে রেল মন্ত্রক।
advertisement
1/6

কলকাতা: অনলাইন টিকিট কাটা নিয়ে জালিয়াতি ইস্যুতে রেল বোর্ডের বৈঠক। ডিভিশনাল কমারশিয়াল ম্যানেজারদের সাথে বৈঠক বোর্ডের। CRIS-এর প্রতিনিধিরাও ছিলেন বৈঠকে।
advertisement
2/6
ফের রেলের অনলাইন টিকিট কাটা নিয়ে জালিয়াতির অভিযোগ আসছে। কদিন আগেই অনলাইন টিকিট কাটার ক্ষেত্রে যাতে সাধারণ যাত্রীরা সুবিধে পান, তার জন্য একগুচ্ছ নিয়ম আনে ভারতীয় রেল।
advertisement
3/6
সেই নিয়মের ফাঁক গলেই চড়া দামে টিকিট বিক্রি করে দিচ্ছে অসাধু ব্যবসায়ী চক্র। উদ্বেগে রেল মন্ত্রক। এর আগে রেড মিরচি বা অনুরূপ নামে সফটওয়ার খুলে শুরু হয় টিকিট দুর্নীতি। রেল পুলিশ তৎপর হতে তা বন্ধ হয়।
advertisement
4/6
চলতি বছরেই সাধারণ যাত্রীদের সুবিধার্থে টিকিট উইন্ডো খুলতেই এজেন্টদের আগে নির্দিষ্ট সময় সাধারণ যাত্রীদের বরাদ্দ করে রেল মন্ত্রক। এবার সেই সময়ের ফাঁক গলে ফের দুর্নীতির মাথাচারা।
advertisement
5/6
এবার ব্রাক্ষ্মস, অ্যাভেঞ্জারস-এর মতো আকর্ষণীয় নামে তৈরি হয়েছে সফটওয়ার। যা ব্যবহার করে উইন্ডো খোলার ১৫ সেকেন্ডের মধ্যে কাটা যাচ্ছে টিকিট। সেইসব সফটওয়ার ভাড়া করে দেদার টিকিট কাটছে অসাধু চক্র। যা যাত্রীদের কাছে বিক্রি করা হচ্ছে দ্বিগুণ বা তার বেশি দামে।
advertisement
6/6
নতুন এই চক্র ইতিমধ্যেই কয়েক কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে, যা নিয়ে উদ্বিগ্ন রেল মন্ত্রক। দেশের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে নয়া সুরক্ষা ব্যবস্থা আনার পথে রেল মন্ত্রক।