Laxmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি এল? মাত্র ৫ মিনিটেই ঘরে বসে জেনে যাবেন ঠিক এই ভাবে
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিন্তু, অনেক সময়েই মা-ঠাকুমারা বুঝতে পারেন না, তাঁদের অ্যাকাউন্টে আদৌ এ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা৷ কারণ, অনেকেই ব্যাঙ্কের এসএমএস সার্ভিসের কথা জানেনই না৷ তবে, এটা জানেন কি, সরকারের তরফেও রয়েছে জানার সহজ উপায়!
advertisement
1/8

কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্য সাথীর মতো পশ্চিমবঙ্গ সরকারের সরকারি প্রকল্পগুলির মধ্যে বোধহয় সবচেয়ে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প৷ এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি আবেদনকারী গৃহবধূ মাসিক ৫০০ টাকা করে সরকারি ভাতা পান৷ সরকারের তরফে সরাসরি সেই টাকা চলে যায় গৃহবধূদের অ্যাকাউন্টে৷
advertisement
2/8
কিন্তু, অনেক সময়েই মা-ঠাকুমারা বুঝতে পারেন না, তাঁদের অ্যাকাউন্টে আদৌ এ মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা৷ কারণ, অনেকেই ব্যাঙ্কের এসএমএস সার্ভিসের কথা জানেনই না৷ তবে, এটা জানেন কি, সরকারের তরফেও রয়েছে জানার সহজ উপায়!
advertisement
3/8
এই সমস্যার হাত থেকে গৃহবধূদের মুক্তি দেওয়ার জন্য একটি বিশেষ ব্যবস্থা করল রাজ্য সরকার৷ এই পদ্ধতিতে ঘরে বসেই মাত্র ৫ মিনিটে আবেদনকারীরা জানতে পারবেন, তাঁদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কি না৷
advertisement
4/8
২৫ বছর থেকে ৬০ বছর বয়সি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করতে পারেন। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যায়। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।
advertisement
5/8
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে আসছে কি না, তা বোঝার জন্য বাড়িতে বসেই নিজের ফোন অথবা কম্পিউটার থেকে একটি লিঙ্ক খুলতে হবে আপনাকে৷ লিঙ্কটি হল-https://socialsecurity.wb.gov.in/track-applicant
advertisement
6/8
লিঙ্কের পেজটি খুললে, দেখবেন বাঁদিকে রয়েছে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি অথবা স্বাস্থ্য সাথী নম্বর লেখার জায়গা। সেই খোপটি পূরণ করুন৷ সেটা হয়ে গেলে, ডানদিকে তাকালেই দেখতে পারবেন ক্যাপচা কোড। সেটিকেও দেখে দেখে পাশের বাক্সে লিখতে হবে৷
advertisement
7/8
দু’টি জায়গায় লেখার পরে Search বাটনটিকে ক্লিক করবেন৷ ক্লিক করার পরই আপনার সামনে বেশ কিছু তথ্য খুলে যাবে। তখন পেজটির একটু নীচের দিকে স্ক্রল করলে দেখেবেন ‘পেমেন্ট স্ট্যাটাস’ নামে একটি অপশন রয়েছে।
advertisement
8/8
এই ‘পেমেন্ট স্টেটাস’-এ আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতিমাসের ভিত্তিতে টাকা এসেছে কি না, তা দেখে নতে পারবেন। এছাড়াও, সেই টাকা কোন অ্যাকাউন্টে ঢুকছে সেই তথ্য দেখিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে।