Weather Forecast: সাগরে জোড়া ঘূর্ণাবর্ত... ঝমঝমিয়ে নামবে এবার! উল্টোরথে কেমন আবহাওয়া? সোমবার থেকে আমূল হাওয়া-বদল, উত্তরের জেলায় জেলায় ভারী বর্ষণ
- Published by:Rachana Majumder
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
advertisement
1/13

রবিবার উল্টোরথে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গে।
advertisement
2/13
সোমবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। দক্ষিণবঙ্গে আরও ৭-১০ দিন ভারী বৃষ্টি হবে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টি অনেকটাই কমবে। সোমবারের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে উত্তরবঙ্গে।
advertisement
3/13
মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয়। এর প্রভাবে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
4/13
মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, হিসার, দিল্লি, বরাবাঁকি, দেহেরি, আসানসোল হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে অসম, ঝাড়খণ্ড, গুজরাতে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি।
advertisement
5/13
মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় । সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
6/13
রবিবার দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হবে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে স্ক্যাটারড রেইনের সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। ২৫ জুলাই পর্যন্ত বৃষ্টির বাড়ার সম্ভাবনা নেই। আপাতত ভারী বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
7/13
বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। অতিবৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি উত্তরবঙ্গে।
advertisement
8/13
রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের ছয় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে।
advertisement
9/13
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের চার জেলায়।
advertisement
10/13
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সামান্য বৃষ্টির সম্ভাবনা। আগামী ৭ থেকে ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
advertisement
11/13
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে .৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।
advertisement
12/13
রাজস্থান থেকে দিল্লির উপর দিয়ে পূর্ব ভারত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক এলাকায়।
advertisement
13/13
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ওড়িশা, বিদর্ভ, মারাঠাওয়াড়া, গুজরাত, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল এবং মাহেতে।