TRENDING:

Kolkata Weather Alert: আগামিকাল আরও বাড়বে বৃষ্টি,ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কলকাতায়! জলের তলায় বহু এলাকা

Last Updated:
Kolkata Weather Alert: অঝোর বৃষ্টির ফলে জলে ডুবেছে শহরের (Water Logging Kolkata) একাধিক এলাকা৷ জল যন্ত্রণায় দিন কাটছে সাধারণ মানুষের৷
advertisement
1/6
Kolkata Weather Alert: আগামিকাল আরও বাড়বে বৃষ্টি, হলুদ সর্তকতা কলকাতায়!
★আজও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কলকাতায়। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত এবং সাগর থেকে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। বঙ্গে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এই ত্রিফলায় বৃষ্টি রাজ্যজুড়ে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি।
advertisement
2/6
★শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে কলকাতায়৷ সঙ্গে সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
advertisement
3/6
★শনিবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দিনভর মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
advertisement
4/6
★রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, এমনই পূর্বাভাস।এই বৃষ্টির ফলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি নিচে নামল আর দিনের তাপমাত্রা স্বাভাবিকের 8 ডিগ্রি নিচে নামল।
advertisement
5/6
★শহরে কোথায় কত বৃষ্টিপাত--(রাত 10 টা থেকে সকাল ছয়টা পর্যন্ত) -মানিকতলায় বৃষ্টিপাত 59 মিলি, বীরপাড়ায় 54মিলি বৃষ্টিপাত, বেলগাছিয়ায় বৃষ্টিপাত- 57মিলি, ধাপায় বৃষ্টিপাত-49মিলি, তপসিয়া 38মিলি বৃষ্টিপাত, উল্টোডাঙ্গায় বৃষ্টিপাত 53মিলি, পামারব্রীজ বৃষ্টিপাত 53মিলি, ঠনঠনিয়া 54মিলি, বালিগঞ্জ বৃষ্টিপাত-45মিলি, মোমিনপুরে বৃষ্টিপাত 38মিলি, চেতলায় বৃষ্টিপাত- 32মিলি, কালীঘাটে- 45মিলি, কামডহড়ি-49মিলি, দত্ত বাগান 53মিলি, জিন্জিরা বাজার 45মিলি, বেহালা 44মিলি৷ ১৮জুন সকাল 7.22 মিনিটে গঙ্গার জলস্তর 4.23 মিটার ছিল। লকগেট বন্ধ থাকবে সকাল ৫.২০ থেকে ৯.২০ পর্যন্ত৷
advertisement
6/6
★গঙ্গার পাশের লকগেটগুলি যখন বন্ধ থাকবে তখন যদি বৃষ্টি হয় তবে শহরে জল জমবে। লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে। শহরের জমা জল কেমন আছে তা দেখতে পরিদর্শনে বেরোবেন কলকাতা পৌরসভার প্রশাসনিক মন্ডলীর সদস্য তারক সিং। বেলা বারোটা নাগাদ তিনি মাঝেরহাট নিকাশি পাম্পিং স্টেশন যেতে পারেন। বৃহস্পতিবার জমা জল এখনও অনেক জায়গা থেকেই সরেনি। খিদিরপুর বেহালা বাবুবাজার যোধপুর পার্ক ঢাকুরিয়া রত্নাকর, শহরের একাধিক জায়গা এখনও জলমগ্ন। শহরের জল ছবি ও সাধারণ মানুষের জন্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে পরিদর্শনে বেরোতে পারেন ফিরহাদ হাকিম নিজেও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Weather Alert: আগামিকাল আরও বাড়বে বৃষ্টি,ভারী বৃষ্টির হলুদ সর্তকতা কলকাতায়! জলের তলায় বহু এলাকা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল