TRENDING:

Kolkata Waterlogged: দিনরাত বৃষ্টিতে জল থই থই কলকাতা, ডুবল গলি-রাজপথ, জলযন্ত্রণায় জেরবার শহরবাসী

Last Updated:
দিনরাত বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। রাজ্যের একাধিক জেলাতেও জল জমে গিয়েছে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
advertisement
1/8
দিনরাত বৃষ্টিতে জল থই থই কলকাতা, ডুবল গলি-রাজপথ, জলযন্ত্রণায় জেরবার শহরবাসী
*রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা।  রাজ্যের একাধিক জেলাতেও জল জমে গিয়েছে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমে গিয়েছে অলি-গলি থেকে শহরের বহু রাজপথে। (প্রতিবেদন ও ছবিঃ অমিত সরকার, বিশ্বজিৎ সাহা এবং সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়) 
advertisement
2/8
*কলকাতা উত্তর থেকে দক্ষিণে রাতভর বৃষ্টিতে হাঁটু জল যমে যায়।  সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট সহ ল্যান্সডাউন রোড, লেক গার্ডেন চেতলা, যোধপুর পার্ক,আনোয়ার শাহ, ঢাকুরিয়া, আলিপুর বর্ধমান রোড, খিদিরপুর, মোমিনপুরে জল জমে রয়েছে। 
advertisement
3/8
*রাত ১২টা থেকে সকাল ছ'টা পর্যন্ত মানিকতলায় ৭৭ মিলিমিটার, বীরপাড়ায় ৬৩ মিলিমিটার, বেলগাছিয়ায় ৮২ মিলিমিটারে, ধাপায় ১০২ মিলিমিটার, তপসিয়ায় ১৫৩ মিলিমিটার, উল্টোডাঙ্গায় ৮৪ মিলিমিটার, পামারব্রীজে ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 
advertisement
4/8
*ঠনঠনিয়ায় ৯৬ মিলিমিটার, বালিগঞ্জে ১৪৮ মিলিমিটার, মোমিনপুরে ১৭৯ মিলিমিটারে, চেতলায় ১৫০ মিলিমিটারে, কালীঘাটে ১৬৮ মিলিমিটার, কামডহড়িতে ১৪৭ মিলিমিটার, দত্ত বাগানে ৫৮ মিলিমিটার, জিন্জিরা বাজারে ১১৭ মিলিমিটার, বেহালায় ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 
advertisement
5/8
*বিকেলের দিকে জোয়ার আসার সময় বৃষ্টি হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। পুর কর্তৃপক্ষের আশঙ্কা, সন্ধ্যার দিকে গঙ্গার জলস্তর হতে পারে ১৪ ফুটেরও বেশি। ফলে কলকাতার বিস্তীর্ণ এলাকা ফের জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
advertisement
6/8
*বিকেল চারটের পর ফের লকগেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। দুপুরের দিকে চাঁদপাল ঘাটের কাছে লকগেট খুলে দেওয়া হয়েছে। পরিস্থিতি পরিদর্শন করেছেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং।
advertisement
7/8
*আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। আর সন্ধে সাড়ে ছটায় গঙ্গায় জোয়ার আসে। সেই কারণে লকগেটগুলি বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ঠিক সেই সময় গঙ্গার জলস্তর হতে পারে সাড়ে ১৪ ফুট থেকে ১৬ ফুটের মতো। কিন্তু এই সময়ের মধ্যে ভারী বৃষ্টি হলে ফের ডুবে যাবে কলকাতার বিস্তীর্ণ এলাকা।
advertisement
8/8
*প্রসঙ্গত, এখনই বৃষ্টি থামবে না। আগামী ২৪-ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মর্মে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Waterlogged: দিনরাত বৃষ্টিতে জল থই থই কলকাতা, ডুবল গলি-রাজপথ, জলযন্ত্রণায় জেরবার শহরবাসী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল