Weather Update: ১২ জুনের পর থেকে বদলে যাবে আবহাওয়া... শনি-রবি কী পরিস্থিতি কলকাতা ও জেলায়? রইল 'লেটেস্ট' আপডেট
- Published by:Rachana Majumder
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
আপাতত বাংলায় ভারী বর্ষার কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কম। স্থানীয়ভাবে হালকা ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু অংশে।
advertisement
1/7

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার।
advertisement
2/7
আগামী চারদিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপাতত গরম এবং অস্বস্তি দুটোই থাকবে। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা।
advertisement
3/7
ঝড়-বৃষ্টিতে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমে গেল। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। আজ থেকে দিনের তাপমাত্রা বাড়বে। উর্দ্ধমুখী হবে রাতের তাপমাত্রাও। আগামী চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।
advertisement
4/7
মৌসুমী অক্ষরেখা দুর্বল। পশ্চিমী গরম হাওয়ায় বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিন গরম ও অস্বস্তিকর আবহাওয়া। ১২ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গে। ১২ জুনের পর বর্ষার অনুকুল পরিস্থিতি কতটা তৈরি হবে সেদিকেই নজর আবহবিদদের।
advertisement
5/7
আজ দিনভর পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। গরমও অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া।
advertisement
6/7
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.৬ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৪০.৫ মিলিমিটার।
advertisement
7/7
আপাতত বাংলায় ভারী বর্ষার কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কম। স্থানীয়ভাবে হালকা ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু অংশে।