মাত্র দেড় ঘণ্টায় ২২২ মিমিবৃষ্টি হয়েছে কলকাতায়, ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ১৩৩ কিমি!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

• ২০২০ সালের ২০ মে তারিখটা মনে রাখবে শহরবাসী । গত পাঁচ দশকে এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেনি মহানগর । ২-৩ ঘণ্টার তাণ্ডবে সব শেষ । কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ‘দ্য সিটি অব জয়’ ।
advertisement
2/6
• একে করোনার ঘায়ে নাস্তানাবুদ গোটা দেশ, বাংলাও ক্রমাগত লড়াই চালাচ্ছে এই পরিস্থিতির সঙ্গে । তার উপর রয়েছে লকডাউনের যন্ত্রণা । কিন্তু এই সবকিছুকে ছাপিয়ে এখন বুক ভরা হাহাকার নিয়ে এখন শুধুই আমফানের স্মৃতি । লকডাউনের জেরে চরম আর্থিক ক্ষতির মুখে গোটা রাজ্য । তার উপর এই ঘূর্ণিঝড় যেন একেবারে শুইয়ে দিয়ে গেল বাংলাকে ।
advertisement
3/6
• বুধবার দুপুর থেকে কলকাতা জুড়ে শুরু হয় ঝড়ের আগমণ । সেই আগমণই প্রলয়ে রূপান্তরিত হয় সন্ধেবেলা । প্রবল ঝড়ো হাওয়া আর তার সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি চলে রাতভর । এমন প্রকৃতিক দুর্যোগ গত পাংচ দশকে দেখেনি শহরবাসী ।
advertisement
4/6
• হাওয়া অফিস জানাচ্ছে, রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টার মধ্যেই ২২২ মিমি বৃষ্টিপাত হয়েছে মহানগরীতে ।
advertisement
5/6
• কলকাতার একেবারে উত্তরপ্রান্তের দমদমে হাওয়ার গতিবেগ ছিল সর্বোচ্চ ১৩৩ কিমি প্রতি ঘণ্টায় । ঠিক সন্ধে ৭ টা বেজে ২০ মিনিটে সর্বোচ্চ গতিবেগে বয়ে গিয়েছিল আমফুন ।
advertisement
6/6
• তবে বাংলার উপকূলে এই ভয়াবহতা ছিল আরও বেশি । সাগরে আমফুনের ল্যান্ডফল যখন হয় তখন এই গতিবেগ ছিল ১৮৫ কিমি ।